

লড়াইটা অবশেষে শেষ হতে চলেছে। অনেকে বলছেন রেড লেটার ডে। বছরের প্রথম দিনেই অক্সফোর্ড-অ্যাসট্রোজেনকা ভ্যাকসিন ভারতে ছাড়পত্র পেতে চলেছে। সেন্ট্রাল ড্রাগস কন্ট্রোলার অর্গানাইজেশন এই ভ্যাকসিন শর্তসাপেক্ষ বিপণনের ছাড় দিচ্ছে। প্রথম করোনা ভ্যাকসিন হিসেবে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত এই কোভিশিল্ড টিকা নিয়েই করোনা নিধন যুদ্ধে নামতে পারবে ভারতও। সূত্রের খবর, আগামী কাল থেকে ড্রাই রান হলেও খুব শিগগির প্রথম সারির করোনা যোদ্ধারা এই করোনা টিকা পাবেন।


এ দিনই করোনা ভ্যাকসিন নিয়ে বৈঠকে বসেছিল বিশেষজ্ঞ কমিটি। রয়টার্স সূত্রে খবর, অক্সফোর্ড অ্যাসট্রোজেনকার ভ্যাকসিনটিকেই ছাড়পত্র দিচ্ছে কেন্দ্র। সেক্ষেত্রে ব্রিটেন এবং আর্জেন্টিনার পরে ভারতই হবে অক্সফোর্ড ভ্যাকসিন ব্যবহাকারী তৃতীয় দেশ।


ছাড়পত্র মিললেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিশেষজ্ঞদের কমিটি প্রতিটি রাজ্যের স্বাস্থ্যদফতরের সঙ্গে কথা বলে করোনা টিকাবন্টনের রূপরেখা তৈরি করবেন।


এই ভ্যাকসিনের দুটি ডোজ দিতে হয়। একটি ডোজ দেওয়ার চার সপ্তাহ পরে আরেকবার় ডোজ দেওয়া যায়। প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে ন্যূনতম দুসপ্তাহ সময় লাগে।