

Serum Institute of India -র ভ্যাকসিন কোভিশিল্ড ( Covishield) এবং Bharat Biotech-র কোভ্যাক্সিন (Covaxin) এই মুহূ্র্তে এই দুটো ভ্যাকসিন ভারতে পাওয়া যাচ্ছে৷ মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে এই দুটি ভ্যাকসিনই এখন ভরসা৷ প্রথমপর্বের ভ্যাকসিন বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই পৌঁছে যাচ্ছে৷ ভারতের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন ,সামনের মাসগুলিতে এই ভ্যাকসিন কোম্পানিকে আপৎকালীন মঞ্জুরি দেওয়া হতে পারে যাতে আরও কয়েকটি সংস্থা করোনা ভ্যাকসিন বাজারে আনতে পারে৷


ভারতে পরবর্তী পর্যায়ে যে ভ্যাকসিনগুলি আসতে পারে সেগুলি হল Zydus Cadila, রাশিয়ার Sputnik V, Biological E এবং Gennova৷ এই সবগুলি ভ্যাকসিনেরই অ্যাডভান্স পর্যায়ের ট্রায়াল চলছে৷


আহমেদাবাদের কোম্পানি Zydus Cadilla দ্বিতীয় পর্বের ট্রায়াল শেষ করেছে৷ ডিসেম্বরেই এই পর্বের ট্রায়াল শেষ হয়েছে ৷ DCGI-র কাছ থেকে তৃতীয় পর্বের ট্রায়ালের অনুমোদন পেয়ে ৬০ টি জায়গায় ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষা চলছে৷ এই কোম্পানির দাবি এই ভ্যাকসিন মজুদ, পরিবহণ করা এবং ইনজেকট করা অনেক সহজ৷ এই ইনজেকশনটি পেশিতে নয় চামড়াতে দিলেই হয় অর্থাৎ এটি intra-dermal injection৷ এর জন্য এটি কম বেদনাদায়ক৷


Sputnik V-র এখনও অবধি সুরক্ষাবলয় এখনও অবধি ৯০ শতাংশ কার্যকারী প্রমাণিত হয়েছে৷ রাশিয়ার Gamaleya Research Institute of Epidemiology and Microbiology এই ভ্যাকসিন তৈরি করছে৷ ভারতে Dr Reddy’s Laboratories-র সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে এই কোম্পানির ভ্যাকসিন কাজ করছে৷ এদেরও তৃতীয় পর্বের ট্রায়াল চলছে৷ স্বাস্থমন্ত্রক জানিয়েছে এই ভ্যাকসিন ভারতে তৈরি হবে পাশাপাশি ব্যবহার হবে৷ ভ্যাকসিন প্রস্তুতকর্তাদের দাবি এই ভ্যাকসিন ৯১.৪ শতাংশ কার্যকরী৷


Biological E একটি হায়দরাবাদের কোম্পানি তারা প্রোটিন বেসড ভ্যাকসিন বানাচ্ছে৷ মার্কিন সংস্থা Baylor College of Medicine -র সঙ্গে যৌথ উদ্যোগে এই ভ্যাকসিন তৈরির কাজ চলছে৷ এদের প্রথম পর্বের হিউম্যান ট্রায়াল চলছে৷ Biological E’s Phase 2 ট্রায়াল ২০২১-র মার্চে শুরু হবে৷ করোনা অতিমারির জন্য ভ্যাকসিন তৈরি করতে বিই ৫ মিলিয়ন ডলার ফান্ডিং করেছিলন তারা৷


Gennova৷-র তৈরি ভ্যাকসিন ভারতের প্রথম mRNA Covid-19 vaccine৷ এই ভ্যাকসিন স্টোর করা হয় ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে৷ পুনের কোম্পানি Gennova Biopharmaceutical হিউম্যান ট্রায়াল পর্বে প্রবেশ করেছে৷ এদের পর্ব এক-কে অনুমোদন দিয়েছে ভারতীয় ড্রাগ রেগুলেটর৷ মার্চ মাসে এটা দ্বিতীয় পর্বের ট্রায়াল শুরু করবে৷ এই কোম্পানির দাবি যাতে সহজ স্টোর করা যায় এই ভ্যাকসিন তাই তারা চেষ্টা করবে৷