

•ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ(ICMR) সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ভারত বায়োটেকের কোভ্যাকসিন (COVAXIN) বাজারে আসবে ২০২১-এ৷


•ভারতের তৈরি করোনার ভ্যাকসিনের ট্রায়েল শেষ পর্যায়ে৷ এই মাসে শুরু হচ্ছে শেষ পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা৷ এখনও পর্যন্ত যে যে ট্রায়েল হয়েছে তাতে বিশেষজ্ঞদের মত, কোভ্যাক্সিন সুরক্ষিত ও নিরাপদ৷ সংবাদ সংস্থা রয়টার্সের কাছে এমনই জানিয়েছেন এক সরকারি আধিকারিক যিনি এই গবেষণার সঙ্গে যুক্ত৷


•আগামি বছরের দ্বিতীয়ার্ধে ভারত বায়োটেক ও আইসিএমআর-র কোভ্যাকসিন বাজারে আনার পরিকল্পনা ছিল৷ তবে তার আগেই সম্ভবত বাজারে চলে আসবে করোনার এই ভ্যাকসিন৷


•আইসিএমআর (ICMR)-র গবেষক, রজনীকান্ত স্পষ্ট করেন যে, এখনও পর্যন্ত ট্রায়েলে নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে কোভ্যাক্সিন৷ কেন্দ্র সরকারের তৈরি কোভিড ১৯ টাস্ক ফোর্সের সঙ্গেও যুক্ত রয়েছেন গবেষক রজনীকান্ত৷


•যেভাবে এগোচ্ছে পরীক্ষা, তাতে আশা করাই যায় যে ২০২১-র ফেব্রুয়ারিতেই বাজারে আসবে ভারতের তৈরি করোনার ভ্যাকসিন৷ এবং এটা কার্যকর হলে, দেশে প্রথম করোনার টিকা হিবেসে কোভ্যাকসিনই আত্মপ্রকাশ করবে৷