প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন দেশ জুড়ে লক ডাউন চলবে আগামী ২১ দিন।
2/ 8
স্বাভাবিকভাবে সেই লক ডাউনের ঘোষণায় কিছুটা হলেও আতঙ্কিত হয়ে পড়েছে মধ্যবিত্তেরা। তাঁদের বেশিরভাগেরই ভয়, বুঝি নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে না।
3/ 8
তাই প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই সাধারণ মানুষ ভিড় করে এসেছে রোজকার জিনিস কিনতে।
4/ 8
শেষ কয়েকদিনের চেনা ছবির মতোই রাতেও দোকানে, বাজারে দেখা গিয়েছে সাধারণ মানুষের দীর্ঘ লাইন।
5/ 8
এককথায় এই কাছাকাছি দাঁড়িয়ে এভাবে বাজার করা এককথায় অন্যায়। কারণ, এভাবে দাঁড়িয়ে থাকলে কোভিড ১৯ এর জন্য জারি করা এই লকডাউনের কোনও মানে হয় না।
6/ 8
এদিন প্রধানমন্ত্রী দেশের সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে একসই সঙ্গে ২১ দিনের জন্য লক ডাউন ঘোষণা করেছেন। এর পাশাপাশি করোনা মোকাবিলার জন্য ১৫ হাজার কোটি টাকার একটি তহবিলের কথাও এদিন ঘোষণা করেছেন মোদি।
7/ 8
তিনি বারবার বলেছেন, মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসের কোনও অভাব হবে না।
8/ 8
তবু মানুষ যেন শুনতেই চাইছে না। বরং ক্রমাগত দোকানে অকারণ আতঙ্কে দেশ জুড়েই ভিড় করছেন তাঁরা।
দেশে ২১ দিনের লকডাউন! ঘোষণার পরেই বাজারে লম্বা লাইন, দেখুন ছবি
এদিন প্রধানমন্ত্রী দেশের সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে একসই সঙ্গে ২১ দিনের জন্য লক ডাউন ঘোষণা করেছেন। এর পাশাপাশি করোনা মোকাবিলার জন্য ১৫ হাজার কোটি টাকার একটি তহবিলের কথাও এদিন ঘোষণা করেছেন মোদি।