

আবার শিরোনামে তিনি। দিন দুয়েক আগেই ট্রাক্টর পাঠিয়েছিলেন এক কৃষক পরিবারে। বলেছিলেন, বাড়ির মেয়েরা পড়ুক,মাঠ চষবে ট্রাক্টর। এবার ২৬ বছর বয়সি এক কাজ হারানো তথ্যপ্রযুক্তি কর্মী তথা সবজি বিক্রেতার পাশে দাঁড়ালেন সোনু সুদ।


সম্প্রতি সিনবিসি টিভি ১৮ এর একটি সমীক্ষায় দেখা গিয়েছে দেশের অন্তত ৮৫ শতাংশ মানুষই কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন। উনাদাদি সারদা তাঁদেরই একজন। সম্প্রতি কাজ হারিয়ে পরিবারের কথা ভেবে সবজি বিক্রি করতে শুরু করেছিলেন তিনি। এই খবর সোনু পেয়ে যান।


প্রতিদিন ভো চারটেয় ঘুম থেকে উঠে পাইকারি বাজার থেকে সবজি কিনে বিক্রি করতেন সারদা। সত্ পথে রোজগার করতেন ফলে কোনও লজ্জা ছিল না।


এই সময়েই সারদার খবর সোনুর কাছে যায়। ট্যুইটারে যিনি সোনুকে এই তথ্য দেন, তাঁকে সোনু পাল্টা জানান, সারদার ইন্টারভিউ হয়ে গিয়েছে, জব লেটারও পেয়ে গিয়েছেন তিনি।


দিনকয়েক আগে যখন চিতোরের বাসিন্দা নাগেশ্বর রাও লকডাউনের ফলে সর্বশান্ত হয়ে পড়েন। তখন তার জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সোনু। তাঁর বাড়িতে হাল চষার জন্য ট্রাক্টর পাঠিয়ে দেন তিনি।