করোনা ভাইরাসের এই পরিস্থিতির মধ্যেও ব্যাঙ্কিং পরিষেবাকে চালু রাখার জন্য যারা লাগাতার জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে চলেছেন তাদের জন্য সরকার ২০ লাখ টাকা করে বীমার ঘোষণা করেছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই পরিস্থিতিতেও লাগাতার পরিষেবা দিয়ে যাওয়ার জন্য ব্যাঙ্ককর্মীদের প্রশংসা করেছেন ৷
অর্থমন্ত্রক ট্যুইট করে জানিয়েছে, এই কঠিন সময়েই দেশ জুড়ে যেসব ব্যাঙ্ককর্মীরা জীবনের ঝুঁকি নিয়েও পরিষেবা দিয়ে চলেছেন তাদের অভিনন্দন ৷ সরকারি ব্যাঙ্ক তাদের সমস্ত কর্মচারীদের করোনা ভাইরাস সহ সমস্ত স্বাস্থ্য সমস্যায় বীমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ একইসঙ্গে কোনও দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনা ঘটলেও পরিবারকে ক্ষতিপূরণও দেবে সরকার ৷