

দেশের সব থেকে দ্রুত গতির ট্রেন (Indian Railways) গতিমান এক্সপ্রেস (Gatiman Express) এক বছর বন্ধ থাকার পরে ফের ফিরেছে গতিপথে ৷ এই ট্রেনের প্রত্যাবর্তনের ফলে দিল্লি (Delhi) থেকে আগরা (Agra), গোয়ালিওর (Gwalior) থেকে ঝাঁসির (Jhansi) যাত্রীদের যাত্রাপথ আরও আরামদায়ক ও দ্রুত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷


করোনা সংক্রমণ (Coronavirus, Covid-19) ও লকডাউনের (Lockdown) ফলে বন্ধ ছিল গতিমান এক্সপ্রেস ৷ আজ থেকে ফের পরিষেবা চালু করা হয়েছে ৷ এই ট্রেনে দিল্লি থেকে আগ্রার দূরত্ব ১ ঘণ্টা ৪০ মিনিটে অতিক্রম করতে পারে ৷ প্রতীকী ছবি ৷


৪ ঘণ্টা ২৫ মিনিটে ৪০৩ কিমি রাস্তা অতিক্রম করে ৷ কোভিড-১৯ (Coronavirus, Covid-19)-এর ফলে বন্ধ হয়েছিল ৷ শুক্রবার বাদ দিয়ে সপ্তাহে ৬ দিন নিয়মিত রূপে চলবে ট্রেনটি ৷ প্রতীকী ছবি ৷


ট্রেন শুরু হয়েও করোনা বিধি (Coronavirus, Covid-19) মানতে হবে ৷ ৩০ জুন ২০২১ পর্যন্ত ট্রেনটি চলবে পরবর্তী সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার (Narendra Modi Government) নেবে ৷ পরিষেবা বজায় রাখবে না কিছু পরিষেবা বন্ধ থাকবে ৷ প্রতীকী ছবি ৷


দিল্লি (Delhi) হজরত নিজামুদ্দিনে (Hazarat Nizamuddin) সকাল ৮.১০-এ রওনা হবে দুপুর ১২.৩৫ ঝাঁসি পৌঁছেছে ৷ ডউন ট্রেনটি দুপুর ৩.০৫-টেয় ঝাঁসি রওনা হবে এরপরে সন্ধে ৭.৩০ নিজামুদ্দিনে পৌঁছবে ৷ সকাল হজরত নিজামুদ্দিন (Hazarat Nizamuddin) থেকে রওনা হয়ে সকাল ৯.৫০ এ আগরা (Agra cant.) ক্যান্টনমেন্টে পৌঁছবে ৷ প্রতীকী ছবি ৷