

গোটা বিশ্বে মৃত্যুমিছিল। করোনা ভাইরাস মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন কার্যকরী বলে জানিয়েছিল চিকিৎসক মহল। ওষুধটির জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে আমেরিকার মতো দেশও। কিন্তু সত্যিই কি কোভিড-১৯ সংক্রমণ রুখতে পারে হাইড্রক্সিক্লোরোকুইন ?Photo Source: Collected


সম্প্রতি ফ্রান্সের ফ্রান্সের ‘ন্যাশনাল ড্রাগ সেফটি এজেন্সি’ এএনএসএমের দাবি হাইড্রক্সিক্লোরোকুইনে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, এতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে! বিপদ আরও বাড়ছে!


হাইড্রক্সিক্লোরোকুইন মূলত ম্যালেরিয়ার ওষুধ। ‘ন্যাশনাল ড্রাগ সেফটি এজেন্সি’ এএনএসএমের দাবি, করোনা মোকাবিলায় ম্যালেরিয়ার ওষুধ প্রয়োগ করায় কোনও কাজ হয়নি! উলটে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে ১০০ জন করোনা রোগীর অবস্থার আরও অবনতি হয়েছে।


হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগের পর অনেক করোনা আক্রান্তের অবস্থা যেমন আশঙ্কাজনক হয়ে পড়েছে, তেমনি ৩জন করোনা আক্রান্ত আবার সুস্থও হয়ে উঠেছেন।


‘ন্যাশনাল ড্রাগ সেফটি এজেন্সি’ এএনএসএম-এর মতে, করোনা আক্রান্তের উপর হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগের আগে হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।