

ভারত সহ সারা পৃথিবী করোনা ভাইরাসের প্রকোপে কাঁপছে ৷ বিভিন্ন দেশের বৈজ্ঞানিক ও চিকিৎসকরা করোনা থেকে বাঁচতে ভ্যাকসিন ও ওষুধের সন্ধান করছেন ৷ কিন্তু সুখবর এখনও কোনও প্রান্ত থেকেই আসেনি ৷ সোশ্যাল মিডিয়ায় এই সময় বিভিন্ন ঘরোয়া উপাচারের কথা ভাইরাল হয়েছে ৷ সেরকমই একটি টোটকা দিয়েছে পুদুচেরি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ৷ তাতে দাবি কালো মরিচ ও মধু খেলে করোনা সেরে যায় ৷ Photo- File


তবে এই বিষয়ে কোনও চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি ৷ পুদুচেরি বিশ্ববিদ্যালয়ের রামু নামের এক ভারতীয় ছাত্র করোনা রুখতে ঘরোয়া খাবারের ব্যবহার করার বিষয়ে রিসার্চ করছে ৷ রামুর দাবি ছিল ৫ দিন ধরে ২ টেবল স্পুন মধু ও কিছুটা আদা-র রসে এক বড় চামচ কালো মরিচ পাউডার মিশিয়ে খেলে আটকানো যায় করোনা ৷Photo- File


করোনা সংক্রমণ আটাকাতে মরিয়া মানুষের কাছে যে কোনও দাওয়াই বন্যায় ভেসে যাওয়া মানুষের খড়কুটোর মতো ৷ আর তাই রামুর এই টোটকা ভারতের গণ্ডি ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে ৷ কিন্তু এই তথ্যের কোনও ভিত্তি নেই বলে জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ তাদের ওয়েব সাইটে MYTH BUSTERS নামের একটি সেকশন আছে ৷Photo- File


সেখানে WHO জানিয়েছে এই ধরণের টোটকার কোনও ভিত্তি নেই ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া এই পদ্ধতির দাবি খন্ডন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ তারা পরিষ্কার জানিয়েছে কালো মরিচ ও মধু দিয়ে কোনওরকম ভাবে করোনা চিকিৎসার স্বীকৃত পদ্ধতি নেই ৷Photo- File


গুগলে বিভিন্ন রকম কি ওয়ার্ড দিয়ে সার্চ করলেই সত্যিটা সামনে চলে আসছে৷ কারণ এই ধরণের কোনও রিসার্চে কাজ হয়ে তা সংবাদ হিসেবে আসেনি ৷ তাই সার্চ করলে কোনও ফলাফলও পাওয়া যাচ্ছে না ৷ করোনা খোঁজে এরকম কোনও ওষুধের সন্ধান নেই ৷কালো মরিচ ও মধুর নানারকম গুণ থাকলেও করোনা সংক্রমণ রোধে এই দুটি কিছু করতে পারে না -ফলে এটা সেবন করলে করোনা কমে এই কথা একদম মিথ্যে -জানিয়ে দিয়েছে বিশ্ব সংস্থা ৷Photo- File


আয়ুষ মন্ত্রালয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ কয়েকটি পদক্ষেপ মেনে চলতে পরামর্শ দিয়েছে ৷ তাদের দাবি দিনে যত বেশিবার সম্ভব গরম জল খান , সারাদিনে ৯-১০ গ্লাস গরম জল খান৷Photo- Fileরোজ অন্তত আধঘণ্টা যোগব্যায়াম করুন ৷ খাবারের মধ্যে জিরে, হলুদ, রসুন, ধনের ব্যবহার করুন ৷ চবনপ্রাশ খান, ়ডায়াবেটিস রোগীরাও চবনপ্রাশ খান ৷ এছাড়াও তুলসী , দারচিনি, কালো মরিচ, আদা, দিয়ে কড়া বানিয়ে খান ৷ রাতে শোওয়ার সময় হলুদ দিয়ে গরম দুধ খান ৷Photo- File