1/ 8


• ১৭২০ সালে শুর হয়েছিল প্লেগ অফ মার্সেই। পৃথিবী জুড়ে একলক্ষ মানুষের এই ঘটনায় মৃত্যু হয়েছিল বলে খবর।
2/ 8


• শুধু মার্সেইতেই মৃত্যু হয়েছিল ৫০ হাজারের বেশি মানুষের। ফ্রান্সে ৪৫ বছরের জন্য নাকি কমে গিয়েছিল জন্মহার।
3/ 8


• ১৮১৭ সালে শুরু হয় কলেরা। ১৮২০ সালে সেই কলেরা সর্বোচ্চ আকার ধারণ করে। এশিয়াটিক কলেরা সবার আগে শুরু হয় ব্রিটিশ সেনার মধ্যে।
4/ 8


• তারপর এই রোগ পৃথিবীর অর্ধেক অংশে ছড়িয়ে পড়ে। এই মহামারিতে ঠিক কত লোক মারা গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট জানা যায় না। শুধু ব্যাঙ্ককেই নাকি মারা গিয়েছিলেন ৩০ হাজার মানুষ।
5/ 8


• ১৯২০ সালে স্প্যানিশ ফ্লু আরেক বড়রকমের মহামারি। স্পেনে শুরু হওয়া এই রোগ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে।
7/ 8


• এরপর পৃথিবীতে ছড়িয়ে পড়েছে কোভিড ১৯। মারণ করোনা ভাইরাস, যার জেরে এখনও পর্যন্ত ২২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।