

• শুরু থেকেই ‘হু’-এর বিজ্ঞানীরা বলছিলেন, দুর্দিনের এখানেই শেষ নয় । আরও অনেক ভয়ঙ্কর দিন আসতে চলেছে বিশ্ব জুড়ে । খুব শীঘ্রই আছড়ে পড়তে পারে করোনার দ্বিতীয় ঢেউ । প্রতীকী চিত্র।


• ফলে একবার আক্রান্ত হয়ে সেরে ওঠা ব্যক্তিরা আবারও আক্রান্ত হতে পারেন । কারণ মানুষের দেহের প্রতিরোধ ক্ষমতা দূর্বল হলেই ফের তাতে বাসা বাঁধছে করোনার জীবাণু । প্রতীকী চিত্র।


• বিশ্বে জুড়েই দ্বিতীয়বার সংক্রমণের সংখ্যাটা ক্রমশ বাড়ছে । আমাদের দেশেও বহু মানুষ একবার করোনা জয় করে সেরে ওঠার পর, আবারও সংক্রমিত হচ্ছেন। এই প্রথম দ্বিতীয়বার সংক্রমিত হয়ে মৃত্যু হল এক মহিলার। প্রতীকী চিত্র।


• জানা গিয়েছে ওই মহিলা ছিলেন নেদারল্যান্ডের বাসিন্দা । করোনার পাশাপাশি তাঁর বিরল বোন ম্যারো ক্যান্সারও ছিল । ফলে তাঁর দেহের প্রতিরোধ ক্ষমতাও ছিল বেশ দূর্বল । প্রতীকী চিত্র।


• ম্যাসট্রিক ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সেন্টারের তরফে জানা গিয়েছে, ওই মহিলার বয়স হয়েছিল ৮৯ বছর । মোটামুটি ২ মাসের ব্যবধানে দু’বার করোনায় আক্রান্ত হন তিনি । দ্বিতীয়বারের ধাক্কাটা আর নিতে পারেননি তিনি। প্রতীকী চিত্র।