

করোনা ভাইরাস (coronavirus) থেকে বাঁচতে যে সেরা উপায় সেই পথেই গুটিগুটি পায়ে এগিয়ে গেছে দিল্লি৷ দিল্লির বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে হার্ড ইমিউনিট (herd immunity) অর্থাৎ গোষ্ঠীগত রোগ প্রতিরোধ ক্ষমতা৷সিরো সার্ভে যে রিপোর্ট প্রকাশ করেছে তা অনুযায়ি দিল্লির বাসিন্দাদের ৫০ থেকে ৬০ শতাংশ মানুষের শরীরে করোনা অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে৷ ভ্যাকসিনেশনের উদ্দেশ্যও এটাই যে এর মাধ্যমে শরীরে অ্যান্টিবডি তৈরি করা৷ এর মাধ্যমে মারণ এই ভাইরাসের খতরনাক চেন ভেঙে দিয়ে এই রোগের ট্রান্সমিশন রোখা যাবে৷ Photo- File


দিল্লি -র জনসংখ্যা প্রায় ২ কোটি৷ এগারোটি জেলায় ছড়িয়ে রয়েছে দিল্লির জনবসতি৷ ন্যাশানাল সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল (National Centre for Disease Control)-র সঙ্গে দিল্লি সরকার একটি সার্ভে করেছে ৷ সেখানে ২৮ হাজার মানুষের স্যাম্পেল সংগ্রহ করা হয়েছে৷Photo- File


স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ি দিল্লির ৬.৩৩ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছিলেন৷ কিন্তু এই সার্ভে অনুযায়ি সেই সংখ্যা ১ কোটিরও বেশি৷ এমনটাই জানিয়েছে সূত্র৷ Photo- File


একটি জেলার আক্রান্তের সংখ্যা সেখানের জন সংখ্যার ৬০ শতাংশ৷ আর দিল্লির বাকি ১০ টি জেলাতে এই সংখ্যা গড়ে ৫০ শতাংশের বেশি৷ অর্থাৎ হার্ড ইমিউনিটি-র জন্য কাঙ্খিত সংখ্যার কাছাকছি ৷ Photo- File