

• রাজধানী দিল্লির অবস্থা উদ্বেগজনক । কিছুতেই বাগে আনা যাচ্ছে না করোনার সংক্রমণ । মাথায় হাত কেজরিওয়াল সরকারের । দৈনিক সংক্রমণ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে । বুধবার, তা দ্বিগুণ হয়ে গিয়েছে ।


• মঙ্গলবার দৈনিক সংক্রমণ ছিল ৩,৭৯৭ । বুধবার তা গিয়ে দাঁড়িয়েছে ৬,৩৯৬-এ । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৯ জনের । শুধুমাত্র দিল্লিতেই করোনা আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৫ হাজার ৫৯৮ জন । তার মধ্যে সক্রিয় করোনা রোগী ৪২,০০৪ জন । গত ২৪ ঘণ্টায় ৪,৪২১ জন সুস্থ হয়েছেন ।


• দিল্লি স্বাস্থ্য দফতরের একটি পরিসংখ্যান জানাচ্ছে, ১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে রাজধানীতে ৪১,৩১৬ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। ওই একই মেয়াদে মৃত্যু হয় ৫৬৩ জনের। সুস্থ হয়ে ওঠেন ৪৫,০৫৬ জন।


• উত্সব মরশুমকে কেন্দ্র করে দিল্লিতে যে সংক্রমণের বাড়বৃদ্ধি শুরু হয়েছে নভেম্বরের প্রথম ১৬ দিনে তা সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। ১ থেকে ১৬ নভেম্বরের মধ্যে ১ লক্ষের উপর পজিটিভ কেস ধরা পড়েছে রাজধানীতে।


• দিল্লির এই ভয়াবহ সংক্রমণের মধ্যেই ফের লকডাউন শুরু হোয়ার যে গুঞ্জন উঠেছিল, তা অবশ্য সঠিক নয় বলে জানিয়ে দিয়েছে আপ সরকার । তবে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈনের দাবি, দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে । এর মোকাবিলা করা একটা চ্যালেঞ্জ ।