1/ 6


১৩৩ কোটির জন্যে একগুচ্ছ সুখবর স্বাস্থ্যমন্ত্রকের করোনা বুলেটিনে। গত পাঁচদিনের সবচেয়ে আশাপ্রদ ছবিটা তুলে ধরল এদিনের স্বাস্থ্য বুলেটিন। চোখ বোলানো যাক বুলেটিনে।
2/ 6


কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৬০১ জন। উল্লেখ্য, আগস্টে প্রথম থেকেই যখন ৬০ হাজার ছাড়াচ্ছিল করোনা গ্রাফ, তখন আজকের পরিসংখ্যান আশা জোগাচ্ছে।
3/ 6


একই সঙ্গে কমেছে করোনা পজিটিভিটি রেটও। সোমবার যেখানে পজিভিটি রেট ছিল ১৩ শতাংশ, মঙ্গলবারের পরিসংখ্যানে প্রকাশ পজিটিভিটি রেট পৌঁছেছে ৭.৬৮ শতাংশে।অর্থাৎ মোট পরীক্ষার মধ্যে আত্রান্তের হার এই।
4/ 6


দারুণ সুখবর দিচ্ছে রাজধানী দিল্লিও। আরোগ্যের হার রাজধানীতে নব্বই শতাংশেরও বেশি। তবে আশঙ্কা রয়েছে তামিলনাড়ুকে নিয়ে। শুধু এই রাজ্যেই আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছে।