

টিকাকরণ কবে শুরু হবে, কী ভাবে হবে গণবন্টন তা নিয়ে জল্পনা রয়েছে। তবে গত কিছু দিন ধরে দেশে সংক্রমণের হার কম-বেশি প্রায় একই রকম রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৫৫১ জন, সুস্থ হয়েছেন ৪০ হাজার ৭২৬ জন। আজ বৃহস্পতিবার মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৬।


এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯৫ লক্ষ ৩৪ হাজার ৯৬৪। এই মুহূর্তে সক্রিয়ভাবে আক্রান্ত ৪ লক্ষ ২২ হাজার ৯৪৩ জন। এবং মোট মৃত্যু ১ লক্ষ ৩৮ হাজার ৬৪৮। এই সংখ্যক আক্রান্ত নিয়ে এখন বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গত এক মাসে দেশে বেশির ভাগ রাজ্যেই সংক্রমণের হার কমেছে। দিল্লি নিয়ে আশাবাদী হলেও কেরালাতে আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন আক্রান্তের সংখ্যা ৪ হাজারের কম এবং মৃতের সংখ্যা ৮২। কিন্তু কেরলে নতুন আক্রান্ত ৬ হাজার ছাড়িয়েছে। বাংলায় শেষ চব্বিশ ঘণ্টায় আরও একবার আক্রান্ত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।


মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার এবং মৃতের সংখ্যা ১১১। এ ছাড়াও অন্ধ্রপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, হিমাচল, রাজস্থান-এর মতন রাজ্য গুলিতে করোনা আক্রান্তদের সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলেছে।


এ রাজ্যে অন্যান্যদের তুলনায় সংক্রমণের হারে কিছুটা লাগাম রাখা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৭১ এবং মৃত্যু হয়েছে ৫১ জনের। এই নিয়ে মোট আক্রান্ত ৪ লক্ষ ৯০ হাজার ৭০ জন, তার মধ্যে সুস্থ ৪ লক্ষ ৫৭ হাজার ৩৭৭ জন। এবং মোট মৃত্যু ৮ হাজার ৫২৭।