

কোভিড ১৯ ভাইরাস নিয়ে রোজ নতুন নতুন সমীক্ষা, নতুন গবেষণা হচ্ছে। সাম্প্রতিক বেশ কিছু সমীক্ষায় উঠে আসা তথ্য বলেছে যে, এমন বিশেষ কিছু শারীরিক অবস্থা রয়েছে, যে ক্ষেত্রে রোগীর করোনা হলে মৃত্যুর আশঙ্কা থাকবে বেশি। পেন স্টেট কলেজ অফ মেডিসিনের গবেষকরা জানিয়েছেন আগে থেকে শরীরে অন্য কোনও রোগ থাকলে সেই সমস্ত রোগীর করোনা সংক্রমণ হলে জীবনের ঝুঁকি থাকে। Representational Image


প্লাস ওয়ানে প্রকাশিত হওয়া গবেষণা বলছে ৬৫,০০০ করোনারোগীকে পরীক্ষা করে, ২৫টি আলাদা সমীক্ষা থেকে এই সিদ্ধান্তে আসা গিয়েছে। কার্ডিও ভাস্কুলার সমস্যা, হাঁপানি, ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনির সমস্যা, স্ট্রোক, লিভারের সমস্যা, এইচআইভি/ এইডস, ক্যানসার থাকলে সেই সব রোগীর করোনা সংক্রমণে মৃত্যুর আশঙ্কা থেকে যায়। Representational Image


২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জুলাইয়ের মধ্যে বেশ কয়েকটা কেস নিয়ে সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে আসা হয়েছে। সমীক্ষায় উঠে আসা তথ্য খানিকটা এই রকম:১. কিডনির সমস্যায় ভোগা রোগীদের কোভিডজনিত মৃত্যুর আশঙ্কা সাধারণের তুলনায় তিনগুণ বেশি।২. হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার সমস্যা, হার্টের সমস্যা রয়েছে এমন রোগীর কোভিডজনিত মৃত্যুর আশঙ্কা সাধারণের তুলনায় দ্বিগুণ বেশি।৩. ডায়াবেটিস এবং ক্যানসাররোগীর কোভিডজনিত মৃত্যুর আশঙ্কা সাধারণের তুলনায় দেড় গুণ বেশি। Representational Image


প্রসঙ্গত, কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, এমন রোগীদের ফুসফুসে জেলির মতো একটি পদার্থ পাওয়া গিয়েছে। চিকিৎসকেরা অনুমান করছেন এই জেলিই করোনা রোগের চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দেবে। সুইডেন বিশ্ববিদ্যালয়ের গবেষক আরবান হেলম্যান জানিয়েছেন, ইতিমধ্যে চিকিৎসাপদ্ধতি নিয়ে ভাবা শুরু হয়েছে, যাতে ফুসফুসের মধ্যে এই জেলি তৈরির প্রক্রিয়ার গতিকে ধীর করে তোলা যায়।এই জেলি ভেঙে যাতে উৎসেচক তৈরি করা যায়, সেই প্রচেষ্টাও চলছে বলে জানিয়েছেন তিনি। Representational Image