করোনা দাপটে বিধ্বস্ত দেশ ৷ মহারাষ্ট্রের পর দেশের সবচেয়ে বেশি করোনা সংক্রমণ প্রভাবিত রাজ্য গুজরাত ৷ শুধু গুজরাতেও করোনা আক্রান্তের সংখ্যা ৫০০০ ছাড়িয়েছে ৷ দেশের ১৫টি জেলায় করোনা সংক্রমণের মাত্রা বেশি ৷ যা নিয়ে উদ্বিগ্ন সরকার ৷
2/ 7
করোনার ভরকেন্দ্র ১৫ জেলার মধ্যে ৫টি জেলাকে নিয়ে উদ্বেগ বেশি ৷ ৫ জেলার প্রতিটিতে আক্রান্ত ১ হাজারের বেশি ৷
3/ 7
আতঙ্ক বাড়িয়ে দেশের মধ্যে সবথেকে বেশি সংক্রমণের কেস সামনে এসেছে এই পাঁচ জেলাতেই ৷ দেশে মোট আক্রান্তের প্রায় ৪৬% এই ৫ জেলায় ৷ এই জেলাগুলি হল মুম্বই, দিল্লি, পুনে, আহমেদাবাদ এবং ইন্দোর ৷ দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মুম্বইয়ে ৷ মহারাষ্ট্রে মোট আক্রান্তের ৬৭ শতাংশের বেশি মুম্বইয়ে
4/ 7
সংক্রমণের চোখ রাঙানিতে বাকি ১০ জেলাতেও রয়েছে লাল সতর্কতা ৷ সংক্রমিতের তালিকায় উপরের দিকে থাকা বাকি জেলাগুলি হল হায়দরাবাদ,জয়পুর, চেন্নাই, কুরনুল, আগ্রা, ভোপাল, যোধপুর,সুরাত, থানে ও ভদোদরা৷Representative Image (PTI)
5/ 7
কোথাও জনঘনত্ব বেশি, কোথাও সংক্রমণের হার বেশি। কোথাও হাসপাতালেই সংক্রমণ। কোথাও আবার আইসিইউয়ের অভাব। মূলত এই সব কারণেই ১৫টি জেলা এখন দেশে করোনার ভরকেন্দ্র। Representational Image
6/ 7
অন্যদিকে দেশে আক্রান্ত ৪০ হাজার ছাড়াল ৷ দেশে মোট করোনা আক্রান্ত ৪০ হাজার ২৬৩ ৷ গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ২ হাজার ৪৮৭ ৷ ২৪ ঘণ্টায় দেশে ৮৩ করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ দেশে করোনায় মৃত ১৩০৬ ৷ এখনও পর্যন্ত করোনায় সুস্থ ১০ হাজার ৮৮৬ ৷Representational Image
7/ 7
তবে আশার কথা শুনিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ৷ তিনি বলেন, ‘ভারতে করোনায় মৃত্যুর হার বিশ্বে সবচেয়ে কম। ১০ হাজারের বেশি সুস্থ। ডাবলিং রেট ১০.৫ দিন থেকে বেড়ে ১২ দিন ৷ মৃত্যুর হার ৩.২%।’