

দেশে করোনা ভাইরাস সংক্রমণ দেখলে শিউড়ে উঠতে হচ্ছে৷ দিনে দিনে তা কমার নাম তো নেই, বরং তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে৷ সারা দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২০ লক্ষের গণ্ডিও পেরিয়ে গেল৷ শুক্রবার স্বাস্থ্য দফতর জানিয়েছে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ৬২ হাজার ৫৩৮৷ একদিন মৃত্যুর সংখ্যা ৮৮৬৷ দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২০ লক্ষ ২৭ হাজার, ৭৪৷ Photo- Representative


শেষ ২১ দিন নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ লক্ষ মানুষ৷ দেশে করোনা থেকে সুস্থতার হার ৬৭.৬১%৷ স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ি দেশে এখন করোনার অ্যাক্টিভ কেস ৬ লক্ষ০৭ হাজার৩৮৪৷ করোনার জেরে এখনও অবধি মোট মারা গেছেন ৪১ হাজার ৫৮৫ জন৷ সেরে উঠেছেন ১৩ লক্ষ ৭৮ হাজার ১০৫ জন৷ দেশে করোনা ভাইরাসের জেরে মৃত্যুর হার ২.০৭ শতাংশ৷Photo- Representative


ভারতে ২.৪ শতাংশ গতিতে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্ত রোগী৷ গত সাতদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন (২৯ জুলাই-৭ অগাস্ট) ৩.৭৯ লক্ষ মানুষ৷ এই একই সময়ে আমেরিকায় সংক্রমিত হয়েছেন ৩.৭৬লক্ষ, ব্রাজিলে ৩.০৭ লক্ষ মানুষ৷ আমেরিকায় রোজ ১ শতাংশ হারে নতুন করে সংক্রমণ হচ্ছে অন্যদিকে ব্রাজিলে ১.৬ শতাংশ হারে হচ্ছে নতুন সংক্রমণ৷ আর এই দুই দেশকেই পিছনে ফেলে সংক্রমণের সবচেয়ে বেশি হার ভারতে৷Photo- Representative


মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ১১ হাজার ৫১৪ জনের৷ অন্ধ্রপ্রদেশে ১০ হাজার ৩২৮, গুজরাতে ১,০৩৪, জন নতুন সংক্রমিত হয়েছেন৷ গুজরাতে এখনও মোট সংক্রমিত ৬৭ হাজার, আর নতুন করে মারা গেছেন ২৭ জনের৷


পশ্চিমবঙ্গে একদিনে সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে৷ ২৯৫৪ টি নতুন সংক্রমণের ঘটনা সামনে এসেছে৷ রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ৮৬,৮৫৪৷ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৬জন৷ সারা রাজ্যে মোট মৃতের সংখ্যা ১,০৯২৷ ৫৬ জন মৃতের ২৭ জন কলকাতার৷ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,০৬১ জন৷Photo- Representative