

• Jenburkt Pharma বাজারে আনতে চলেছে করোনার ওষুধ। সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যার দাম হতে চলেছে ট্যাবলেট প্রতি মাত্র ৩৯ টাকা। দশটি ট্যাবলেটের একটি পাতায় এই ওষুধ পাওয়া যাবে। শুক্রবার এই ঘোষণা করেছে সংস্থা। Favivent নামে এই ওষুধ দ্রুত আসতে চলেছে বাজারে। মাঝারি থেকে সামান্যতম করোনার উপসর্গ রয়েছে যে সমস্ত আক্রান্তের শরীরে, তাঁদের জন্য এই ওষুধ প্রয়োগ করা যাবে।


• ট্যাবলেট পাওয়া যাবে ২০০ মিলিগ্রাম পাওয়ারের। তেলঙ্গানায় এই ওষুধ প্রস্তুতকারক সংস্থার যে কারখানা রয়েছে, সেটিতে এই ওষুধ তৈরি করা হবে। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে, নিরাপত্তার সঙ্গেই ওষুধ তৈরি করা হবে জানিয়েছে সংস্থা। অন্যান্য সংস্থার তুলনায় অনেকটা কম দামে এই ওষুধ বাজারে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।


• অ্যান্টি ভাইরাল ওষুধ Favipiravir প্রাথমিকভাবে তৈরি করে জাপানের ফুজি ফার্মা। এর একাধিক ক্লিনিক্যাল ট্রায়ালে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ইতিবাচক ফল দেখতে পেয়েছেন চিকিৎসকরা। বিশেষত যাঁদের শরীরে সামান্য বা মাঝামাঝি ধরনের উপসর্গ রয়েছে, তাঁদের জন্য এই ওষুধ প্রয়োগ করা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।