করোনা ভাইরাস সম্পর্কিত বিভিন্ন নমুনা পরীক্ষা করছে জাপানের Kyoto Prefectural University of Medicine৷ তাঁরা একটি চাঞ্চল্যকর দাবি করেছে৷ সেখানে দেখা গেছে মানুষের ত্বকেও দীর্ঘ সময় জীবিত থাকতে পারে করোনা ভাইরাস৷ আর যদি কাঙ্খিত পরিবেশ পায় তাহলে প্রায় ৯ ঘণ্টা অবধি এই ভাইরাস জীবিত থাকতে পারে৷ Photo-AP
মেডিক্যাল জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ি একইসঙ্গে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস ও করোনা ভাইরাস রেখে পরীক্ষা করা হয়েছিল৷ রিসার্চে এও প্রমাণ হয়েছে করোনা ভাইরাস ত্বকে এতক্ষণ বেঁচে থাকে বলেই তা এত দ্রুত ছড়িয়ে পড়ছে৷ তবে আলাদা আলাদা পরিস্থিতিতে ত্বকের ওপর করোনা ভাইরাসের বেঁচে থাকার মেয়াদ আলাদা হয়৷ Photo-AP
বিশ্ব স্বাস্থ্য সংগঠন (WHO) -র রিপোর্ট অনুযায়ি পৃথিবীর মোট ১০ শতাংশ মানুষ করোনার করাল গ্রাসে পড়েছেন৷ হু -র এর্মাজেন্সি প্রধান ডক্টর মাইকেল রেয়ান সোমবার জানিয়েছেন এরপরেও পৃথিবীর প্রতি দশ জনের একজন সংক্রমিত হবেন৷ যার মানে সারা পৃথিবীর বিশাল জনসংখ্যা সরাসরি বিপদের মুখোমুখি৷ এই সংক্রমণ শহর, গ্রামে আলাদা ভাবে প্রভাব ফেলছে৷ Photo-AP
ডক্টর রেয়ান জানিয়েছেন সতর্কতা বজায় রাখলে প্রচুর প্রাণ বাঁচানো সম্ভব৷ দক্ষিণ পূর্ব এশিয়ায় ফের করোনার প্রকোপ বাড়ছে৷ ইউরোপ ও ভূমধ্যসাগরীয় এলাকায় মৃত্যুর সংখ্যা বাড়ছে৷ আফ্রিকা ও পশ্চিম প্রশান্ত মহাসাগর এলাকায় পরিস্থিতি অন্য এলাকার থেকে ভালো৷ তিনি সতর্কবার্তা জারি করে বলেছেন পৃথিবী বড় খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে৷ সকলকেই সাবধানে থাকতে হবে৷Photo-AP