

করোনা ভাইরাস সংক্রমণ আর কতদিন জারি থাকবে? মারণ এই ভাইরাসের প্রকোপ কি কোনওদিন কমবে না৷ এখন এই অতিমারির সময় এই খবর খুঁজছেন ত্রস্ত সাধারণ মানুষ৷ কিন্তু ভ্যাকসিন নিয়ে কিছু আশার আলো দেখা গেলেও এই রোগ কবে যাবে বা আদৌ কোনওদিন আর যাবে কিনা এই নিয়ে কোনও দিশা নেই৷ এরমধ্যে ফের একবার ভয়ের খবর সামনে এল৷ এ বার চিনের এক সংস্থার রিসার্চে প্রকাশিত হল শঙ্কিত হওয়ার মতো তথ্য৷ তাদের দাবি অনুযায়ী, ১৪ দিন হয়ে গেলেই যে করোনা থেকে মুক্তি হবে তার কোনও মানে নেই৷ Photo- Representative


সারা বিশ্বে রোজই হাজার হাজার মানুষ নতুন করে এই মারণ রোগে আক্রান্ত হচ্ছেন৷ ভারতে এক একদিনে প্রায় ৫০ হাজার করে মানুষ সংক্রমিত হচ্ছেন৷ এরইমধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয়েছে মার্কিন স্বাস্থ্য সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন বা সিডিসি(CDC)-এর জার্নালে৷Photo- Representative


আগেই এক ফরাসি সমীক্ষা দাবি করেছিল, ১৪ দিন নয়, মানব দেহে করোনাভাইরাস প্রায় ৩৭ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। ফলে এই সময়ের মধ্যে কোনও ব্যক্তি একবার সেরে ওঠার পর কোনও রকম অসতর্কতায় বা দুর্বল শরীরের কারণে ফের করোনায় আক্রান্ত হতে পারেন। ওই গবেষণায় দাবি করা হয়, করোনাভাইরাস মানুষের শরীরে প্রবেশের পর প্রথম ২০ দিন পর্যন্ত অত্যন্ত সক্রিয় থাকে। ২০ দিনের পর তা ক্রমশ দুর্বল হতে শুরু করে।Photo- Representative


এ বারের দাবি আরও চাঞ্চল্যকর । ৪৯ দিন পর্যন্ত মানব শরীরে বাসা বেঁধে থাকতে পারে করোনা ভাইরাস৷ আইসিএমআরের হিসেব অনুযায়ী, কোনও রোগীর শরীরে যদি ১০ দিন কোনও উপসর্গ না থাকে তাহলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যেতে পারে৷ এমনকি সেক্ষেত্রে ছাড়ার সময় তাদের টেস্ট করানোরও প্রয়োজন হয় না৷ কিন্তু চিনা সংস্থার দাবি তারা ৪৯ জন করোনা রোগীকে নিয়ে রীতিমতো ধৈর্য্য ধরে গবেষণা চালিয়েছেন৷Photo- Representative


এই রিসার্চ চালানো হয়েছে ১ থেকে ৭০ বছর বয়সী এমন ৪৩ জনের ওপর যাঁদের শরীরে করোনার মৃদু উপসর্গ ছিল। আর ৪৬ থেকে ৭৬ বছর বয়সী মোট ৬ জনের মধ্যে করোনার তীব্র উপসর্গ ছিল। ৪৯০ টি নমুনার উপর কাজ করা হয়েছে৷ মাঝারি উপসর্গযুক্ত রোগীদের নাকে ৪৫.৫ দিন অবধি করোনার জীবাণু পাওয়া গিয়েছে৷ মৃদু উপসর্গযুক্ত ব্যক্তিদের মলে ৪৬.৫ দিন পর্যন্ত ভাইরাস পাওয়া গিয়েছে৷ আর জোরালো উপসর্গযুক্ত রোগীদের শরীরে নাক থেকে সংগৃহীত স্যোয়াবে ৪৯ দিন অবধি করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷Photo- Representative