ওঁরা হাটছে। নিয়তির সঙ্গে লড়তে লড়তে মরছে রোজ রোজ। সেই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বললেন রাহুল গান্ধি।
শনিবার বিকেলে দিল্লির সুখদেব বিহার ব্রিজের কাছেই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলতে দেখা গেল ওয়ানার সাংসদকে।
এদিন রাহুল আসার কিছুক্ষণের মধ্যেই এই সুখদেব বিহার অঞ্চলে এসে পৌঁছন দিল্লি কংগ্রেসের স্থানীয় নেতারা। চছিলেন দিল্লির কংগ্রেস সভাপতি অনিল চৌধুরী, যুব কংগ্রেস সভাপতি অধ্যক্ষ শ্রীনিবাস।
রাহুলকে একদল পরিযায়ী শ্রমিক জানান, তাঁরা হাঁটতে হাঁটতে হরিয়ানা থেকে ঝাঁসি চলেছেন।
রাহুলের নেতৃত্বে দলের ভলেন্টিয়াররা এই শ্রমিকদের গাড়িতে তুলে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন।
...