

#কলকাতা: তাঁর গড়ে পা রেখেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নড্ডা। ২৪ ঘণ্টারও কম ব্যবধানে সেই ভবানীপুরেই পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যয়। সাধারণ মানুষের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দিতে দেখা গেল তাঁকে। ছবি এএনআই সূত্রে পাওয়া।


মুখ্যমন্ত্রী এদিন আরও একবার এই কার্ডের গুরুত্ব বুঝিয়ে বলেন, কার্ডটি হবে বাড়ির গৃহকর্ত্রীর নামে। গোটা পরিবার এই থেকে পাঁচ লক্ষ্য টাকার চিকিৎসা সুবিধে পাবে। মমতার আশ্বাস একটি পরিবারও থাকবে না যারা এই সুবিধের আওতাভুক্ত হবে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, তৃণমূল সরকার থাকলে খাদ্য এবং স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে না।ছবি এএনআই সূত্রে পাওয়া।


দুদিনের রাজ্য সফরে এসে এই এলাকাকেই গতকাল বেছে নিয়েছিলেন জেপি নাড্ডা। তাঁর পরিকল্পনা ছিল ঘিঞ্জি গলিগুলিতে ঘুরে ঘুরে অভাব অভিযোগ শোনা। কিন্তু এই গৃহ সম্পর্ক অভিযান সম্পূর্ণ করতে পারেননি নড্ডা ব্যাপক ভিড় হওয়ায়। তবে একথা অস্বীকার করার উপায় নেই, তাঁকে ঘিরে উৎসাহ ছিল ব্যাপক।ছবি এএনআই সূত্রে পাওয়া।