

চিন নিজের ভ্যাকসিন সারা বিশ্বে নিজেদের নাম কামানোর প্রচেষ্টায় রয়েছে৷ কিন্তু চিনের এক বিখ্যাত চিকিৎসক একটি বড়সড় বোমা ফাটিয়েছেন৷ যা জিনপিং সরকারের মিথ্যের জয়ঢাক ফাঁস করে দিয়েছে৷ চিনের চিকিৎসকর তাও লিনা (Tao Lina) দাবি করেছেন চিনে বানানো সাইনোফার্মা -র করোনা ভ্যাকসিন (Sinopharm COVID-19 vaccine) পৃথিবীর সমস্ত ভ্যাকসিনের চেয়ে সবচেয়ে বেশি অসুরক্ষিত৷ তাঁর দাবি এই ভ্যাকসিনের ৭৩ টি সাইড এফেক্ট রয়েছে৷ তিনি জানিয়েছেন চিনের ভ্যাকসিন ট্রায়াল পুরো করার আগেই বাজারে এসেছে৷ আর এর বেশকিছু ভয়ানক সাইডএফেক্ট রয়েছে৷ তবে এরপরেই চিনা প্রশাসন উল্টো চাপ দেওয়ায় নিজের বয়ান ফিরিয়ে নিয়েছেন এই চিকিৎসক৷ Photo- Representative


এর আগে চিকিৎসক তাও করোনা ভাইরাস ভ্যাকসিন নিয়ে একটি ব্লগ লিখেছিলেন, সেখানেই দাবি করা হয়েছিল চিনা ভ্যাকসিন বিশ্বে সবচেয়ে ভয়ানক৷ চিনের সোশ্যাল মিডিয়া বিবো তে এই আর্টিকেল ছিল৷ তারপর কোনও কারণ না দেখিয়েই এই লেখাটি সরিয়ে নেওয়া হয়েছে৷ এই লেখাটি অনুসারে এই ভ্যাকসিনের ৭৩ টি সাইডএফেক্ট আছে৷ এরমধ্যে ইঞ্জেকশন লাগানো জায়গায় ব্যাথা, মাথা ব্যাথা, হাই ব্লাড প্রেশার, দেখতে না পাওয়া, স্বাদ না পাওয়ার মতো বিষয়গুলি রয়েছে৷ এছাড়াও রয়েছে প্রস্রাবের সমস্যা৷ Photo- Representative


ডেইলি মেলে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি ডক্টর তাও জানিয়েছেন পশ্চিমি মিডিয়া তাঁর শব্দকে এদিক ওদিক করে ব্যবহার করেছে৷ তিনি জানিয়েছেন ভ্যাকসিন নিয়ে তিনি চিন্তায় আছেন কিন্তু তা খুব উদ্বেগজনক নয়৷ তিনি বলেছেন তাঁর আগের কথাটা আসলে ব্যঙ্গার্থে ছিল৷ তিনি এখন জানিয়েছেন চিনের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত সুরক্ষিত৷ তিনি বেলাগাম মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন৷ এর আগে চিনের কোম্পানি সাইনোফার্মের ভ্যাকসিনকে শর্তসাপেক্ষে মঞ্জুর দিয়েছেন৷ চিনের দাবি অনুযায়ি এই ভ্যাকসিন ৭৯.৩৪ শতাংশ কার্যকর৷ চিনের এই ভ্যাকসিন তাদের নববর্ষের আদে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দেওয়া হবে৷ যাতে সর্বাগ্রে অধিকার পাবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা৷ Photo- Representative