গোটা বিশ্বে করোনা ত্রাস! কিছুতেই বাগে আনা যাচ্ছে না মারণ ভাইরাস করোনাকে। এরমধ্যেই উঠে এল উদ্বেজনক এক তথ্য। গবেষকদের দাবি, করোনা আক্রান্ত শিশুদের মধ্যে নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ শিশুদের মধ্যে স্নায়ু সম্পর্কিত সমস্যা তৈরি হচ্ছে Representative image
2/ 5
JAMA Neurology-তে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ৪ জন করোনা আক্রান্ত শিশু স্নায়বিক সমস্যার শিকার হয়েছে, অথচ তাদের কোনও শ্বাসকষ্ট ছিল না। Representative image
3/ 5
চিকিৎসার জন্য শিশুদের ইনটেনসিভ কেয়ারে ভর্তি রাখা হয়। দেখা দেয় এনসেফালোপ্যাথি, মাথা ব্যথা, পেশীজনিত দুর্বলতার মত উপসর্গ। Representative image
4/ 5
চিকিৎসকেরা জানাচ্ছেন, করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে মস্তিষ্কের কোষেও। ফলে রোগীর মধ্যে স্নায়বিক সমস্যাও দেখা দেয়। Representative image
5/ 5
স্নায়বিক সমস্যার পাশাপাশি সংক্রমিত হতে পারে ফুসফুস, হৃদযন্ত্র, কিডনি, খাদ্যনালী, লিভারও। অর্থাৎ শিশুরা মালটি সিনড্রোমে আক্রান্ত হয়। ইউরোপ ও আমেরিকায় করোনা আক্রান্ত শিশুদের পর্যবেক্ষণ করে এই তথ্য পেয়েছেন চিকিৎসকরা। Representative image