

এখনও সন্ধান মেলেনি কোভিড ভ্যাকসিনের। তবে খুব শিগগিরই মিলবে সবুজ সংকেত, শুরু হবে ভ্যাকসিনেকর গণবন্টন। এই স্বপ্নের মাঝেই ভয় দেখাচ্ছে কেন্দ্রের নতুন ঘোষণা। কেন্দ্রের বক্তব্য কোভিড ভ্যাকসিনের কিছু মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। সেক্ষেত্রে শুধু ভ্যাকসিন দিলেই কাজ শেষ হচ্ছে না, রোগীকে পর্যবেক্ষণ এবং প্রতিটি পরিস্থিতি সামাল দেওয়ার মতো পরিকাঠামোও চাই। এই মর্মেই কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে একটি চিঠি দেওয়া হয়েছে।


গত সপ্তাহেই প্রতিটি রাজ্যের সঙ্গে যোগাযোগ করে এই বার্তা দেওয়া হয়েছে। কেন্দ্রের বার্তা, এই ভ্যাকসিন ব্যবহারের ক্ষেত্রে বহু পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভবানা রয়েছে। সেক্ষেত্রে রোগীর উপসর্গ বুঝে সেই মতো দাওয়াইয়ের ব্যবস্থা করতে হবে। এর জন্য আগাম পরিকাঠামো চাইষ জেলা স্তরে এই ব্যবস্থা নিতে হবে রাজ্যগুলিকে।


কিন্তু কী ব্যবস্থা নেবে রাজ্যগুলি? সূত্রের খবর, কেন্দ্র চায় ৩০০টি মেডিক্যাল কলেজ এবং অন্যান্য সরকারি হাসপাতালগুলি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তৈরি থাকুক। টিকাকরণের সময়ে প্রতিটি হাসপাতালে নিউরোলজিস্ট. কার্ডিওলজিস্ট. শ্বাসপ্রশ্বাস বিশেষজ্ঞ রাখা জরুরি।কিন্তু কী ব্যবস্থা নেবে রাজ্যগুলি? সূত্রের খবর, কেন্দ্র চায় ৩০০টি মেডিক্যাল কলেজ এবং অন্যান্য সরকারি হাসপাতালগুলি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তৈরি থাকুক। টিকাকরণের সময়ে প্রতিটি হাসপাতালে নিউরোলজিস্ট. কার্ডিওলজিস্ট. শ্বাসপ্রশ্বাস বিশেষজ্ঞ রাখা জরুরি।