

যে এন-৯৫ মাস্ককে করোনা আটকানোর অন্যতম অস্ত্র বলে মনে করা হচ্ছিল এতদিন, তাতেই ছড়িয়ে রয়েছে সংক্রমণের বিপদ৷ তবে সব এন-৯৫ মাস্ক নয়, যে মাস্কগুলিতে ভালভ রেসপিরেটর লাগানো থাকে, সেগুলিতেই এমন ঝুঁকি রয়েছে বলে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ Representational Image


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস সমস্ত রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি লিখে এ বিষয়ে সতর্ক করেছেন৷ সতর্কবার্তায় বলা হয়েছে, ভালভ সহ এন-৯৫ মাস্ক করোনা আটকানোর ক্ষেত্রে একেবারেই কার্যকরী নয়৷ ফলে বিপুল সংখ্যায় স্বাস্থ্যকর্মী সহ সাধারণ মানুষ যাঁরা এই ধরনের এন ৯৫ মাস্ক ব্যবহার করছেন, তাঁদের নিয়ে ঝুঁকি থেকেই যাচ্ছে৷ Representational Image


স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে ঘরে তৈরি মুখ ঢাকার যে প্রটেকটিভ কভারের গাইডলাইন দেওয়া আছে, তা মেনে চলার জন্যও অনুরোধ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওই শীর্ষ আধিকারিক৷ Representational Image


রাজ্যগুলিকে লেখা চিঠিতে দাবি করা হয়েছে, ভালভ সহ এন-৯৫ মাস্ক পরে থাকলেও করোনা ভাইরাস বাইরে বেরিয়ে আসতে পারে৷ ফলে এই ধরনের মাস্কের ব্যবহার বন্ধ করার জন্য চিঠিতে পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ডিজি৷ Representational Image


এপ্রিল মাসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বাড়ির বাইরে বের হলে ঘরে তৈরি ফেস কভার পরার পরামর্শ দেওয়া হয়েছিল৷ সেই নির্দেশিকায় বলা হয়েছিল, যে কোনও ধরনের ব্যবহৃত সুতির কাপড় দিয়ে এই মাস্ক তৈরি করা যাবে৷ Representational Image


কাপড়ের রং যাই হোক না কেন, কিন্তু মাস্ক তৈরির আগে সেই কাপড় পাঁচ মিনিট ফুটন্ত গরম জলে চুবিয়ে রেখে তার পর ভাল করে শুকিয়ে নিতে হবে৷ গরম জলের সঙ্গে নুন মিশিয়ে নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিল৷ Representational Image


কেন্দ্রীয় গাইডলাইনে আরও বলা হয়, এমন ভাবে মাস্ক তৈরি করতে হবে যাতে তা পরার পর মুখে ঢিলা না হয় এবং চারপাশে যাতে কোনও ফাঁক না থাকে৷


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ অনুযায়ী, একবার ব্যবহারের পর ফের না ধুয়ে মাস্ক ব্যবহার করা যাবে না৷ পরে থাকার সময় মাস্ক ভিজে গেলেই তা পাল্টে ফেলতে হবে৷ পাশাপাশি পরিবারের সদস্য সহ অন্য কাউকে নিজের মাস্ক ব্যবহার না করতে দেওয়ারও পরামর্শ দেওয়া হয়৷ হাত ধুয়ে তবেই মাস্ক ব্যবহারের কথাও বলা হয়েছিলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইনে৷ Representational Image