বুধবার দক্ষিণ কলকাতার পাটুলিতে প্রবেশ করল ব্লাড ব্যাঙ্ক বাস। রাজ্যের স্বাস্থ্য পরিবহণ বিভাগের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট গৌতম চৌধুরী-র নজরদারির মধ্য দিয়ে চলছে ভ্রাম্যমান রক্তদান শিবির। তাঁর কথায়, " করোনা মোকাবিলায় প্রস্তুত আমাদের রাজ্য। পাশাপাশি অন্য অনেক রোগের ক্ষেত্রে রক্ত অপরিহার্য। সেই রক্তের জোগান স্বাভাবিক রাখতেই এমন ব্যবস্থাপনা। প্রতিদিন ৩০ মিনিট করে রক্ত সংগ্রহ করছি আমরা। ১০১ নম্বর ওয়ার্ডের ব্যবস্থাপনায় আমরা খুশি। " ভ্রাম্যমান ব্লাড ব্যাঙ্ক বাসে রয়েছেন একজন চিকিৎসক। ২ জন নার্সিং স্টাফ। এবং আরও ২ জন ল্যাব টেকনিশিয়ান। এয়ারকন্ডিশন বাসের মধ্যে সংগ্রহ করা হচ্ছে রক্ত। প্রখর গরমের মধ্যে রক্তদানের সেই অর্থে কোনও অসুবিধা হচ্ছে না। এমন ভ্রাম্যমান রক্তদান শিবির প্রতিদিনই শহরের বিভিন্ন প্রান্তে হবে বলে জানা গিয়েছে।