

করোনা অতিমারির মধ্যে বিশ্বের অন্যতম বৃহত্তম নির্বাচন হতে চলেছে বিহারে৷ এ দিন এমনই দাবিকরেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা৷ আগামী ২৮ অক্টোবর থেকে বিহারে তিন দফায়২৪৩টি আসনে বিধানসভা নির্বাচন হতে চলেছে৷ এ দিনই সেই সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷প্রতীকী ছবি৷


করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে কমিশন৷ যেমন ভোটগ্রহণ কেন্দ্রগুলিতেভিড় কমাতে ভোটগ্রহণের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছে৷ সকাল ৭টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নয়,ভোট নেওয়া হবে সন্ধে ৬টা পর্যন্ত৷ যদিও মাওবাদী উপদ্রুত এলাকাগুলিতে এই নির্দেশ কার্যকর হবে না৷প্রতীকী ছবি৷


এর পাশাপাশি বিহার নির্বাচনের জন্য ৪৬ লক্ষ মাস্ক, ৬ লক্ষ ৭০ হাজার ফেস শিল্ড, ৬ লক্ষ পিপিই কিট,২৩ লক্ষ জোড়া হ্যান্ড গ্লাভস কিনছে নির্বাচন কমিশন৷ এছাড়াও ভোটারদের জন্য একবার ব্যবহার করাযাবে, এমন ৭ কোটি ২০ লক্ষ হ্যান্ড গ্লাভসের আয়োজন করা হচ্ছে৷ Photo-File


ভিড় এড়ানোর জন্য ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হচ্ছে৷ পাশাপাশি নির্বাচনের প্রচারের সময়ওসোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি মানতে হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন৷প্রতীকী ছবি৷


রাজ্যের সব দায়িত্বশীল ভোটারই যাতে ভোট দিতে পারেন, তার জন্যও উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন৷করোনা আক্রান্ত কিন্তু কোয়ারেন্টাইনে রয়েছেন, এমন সমস্ত ভোটাররা শেষ দফার ভোটের দিন নিজেদেরবুথেই স্বাস্থ্য আধিকারিকদের নজরদারিতে ভোট দিতে পারবেন৷ এর পাশাপাশি করোনা আক্রান্তদের জন্যপোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগও থাকছে৷প্রতীকী ছবি৷