

লকডাউনের মধ্যে অনেক ‘কাপল’-ই হয়তো সাহস করে বিয়েটা সেরে ফেলছেন ৷ কোথাও কোথাও নিয়মভঙ্গেরও অভিযোগ উঠছে ৷ কিন্তু অনেকেই আছেন, লকডাউন বলে বিয়ের শুভ তারিখ পিছিয়ে না দিয়ে অনলাইনেই বিয়েটা সেরে ফেলছেন ৷


বিয়ের জন্য অনলাইন প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছিল দেহরাদুনের পাত্র অনিমেষ দেবনাথ এবং ভোপালের পাত্রী নীলু রায় ৷ গত ৮ মে বাঙালি মতেই বিয়ে হল কিন্তু ভিডিও কলেই ৷ শুভদৃষ্টি থেকে সাতপাক, সবই হল ভিডিও কলের মাধ্যমেই ৷


ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট শাদি.কম-এর পক্ষ থেকে Weddings from Home-এর ব্যবস্থা করা হয়েছে ৷ সব ধর্ম, জাতের পাত্র-পাত্রীদের জন্যই এই অনলাইনে ভিডিও কলের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা হয়েছে ৷


পাত্র-পাত্রীর পাশাপাশি তাঁদের আত্মীয়-স্বজনরাও বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন লাইভ ভিডিও কলিংয়ের মাধ্যমে ৷ দধি মঙ্গল, গায়ে হলুদ কোনও অনুষ্ঠানই বাকি নেই ৷ সবই হল ওই ভিডিও কলে ৷