

• Ena Respiratory নামে একটি অস্ট্রেলিয়ার সংস্থা দাবি করেছে, নাকের স্প্রে, যা ব্যবহার করা হয় সাধারণ ঠাণ্ডা লাগা ও জ্বরের মোকাবিলা করার জন্য, সেটিই নাকি করোনা ভাইরাস মোকাবিলায় কাজে দিচ্ছে। ইতিমধ্যে সেই বিষয়ে অন্য প্রাণীর শরীরে পরীক্ষাও করা হয়েছে। দেখা গিয়েছে, এর ফলে ৯৬ শতাংশ ভাইরাসের মৃত্যু হয়েছে।


• INNA-051 নামে একটি প্রোডাক্ট এই কাজ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে সংস্থা। তাঁরা পরীক্ষা করে দেখেছেন, শরীরে ৯৬ শতাংশ পর্যন্ত কোভিড ভাইরাস কমাতে এটি সাহায্য করছে। ফলে এটিকে ভ্যাকসিনের পরিপূরক হিসাবে চিহ্নিত করতে চাইছেন বিজ্ঞানীরা।


• INNA-051 নামে ওষুধটি আগামী চারমাসের মধ্যে মানব শরীরে পরীক্ষা করার জন্য প্রস্তুত হয়ে যাবে বলেও জানিয়েছে সংস্থা। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কি না, সেটি হিউম্যান ট্রায়ালের পর আরও স্পষ্ট করে বোঝা যাবে বলে জানানো হচ্ছে। তারপরেই পাওয়া যাবে বিভিন্ন সরকারি অনুমতি।


• যদিও সাধারণ মানুষ এটি কবে থেকে পাবেন, তা নিয়ে এখনও সন্দিহান অনেকেই। কারণ, ওষুধ পরীক্ষার আরও বেশ কয়েকটি ধাপ এখনও বাকি রয়েছে। এই প্রজেক্টটি করতে সংস্থার খরচ হয়েছে প্রায় ১২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।