*মদের মধ্যে থাকা অ্যালকোহল মানুষের শরীরের রোগ প্রতিরোধ কমটা কমিয়ে দেয়। ফলে ভ্যাকসিন নেওয়ার পর আর মদ্যপান করলে, তা কাজ না করার সম্ভবনা প্রবল, এমনটাই জানিয়েছেন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষণারত ইমিউনোলজিস্ট অধ্যাপক শীনা ক্রুইকশ্যাঙ্ক। সংগৃহীত ছবি।