হোম » ছবি » বিদেশ » এ বছরের শেষে করোনার প্রথম ভ্যাকসিন আমেরিকাই আনবে!সকলে হবেন ভাইরাস মুক্ত: ট্রাম্প
এ বছরের শেষে করোনার প্রথম ভ্যাকসিন আমেরিকাই আনবে! সকলে মিলে হব ভাইরাস মুক্ত, ঘোষণা ট্রাম্পের
Bangla Editor
1/ 5
▪️করোনার প্রথম ভ্যাকসিন আমেরিকাই আনবে৷ যা হবে নিরাপদ ও কার্যকর৷ ঘোষণা করে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ এবং এ বছরের শেষেই এই ভ্যাকসিন সকলের জন্য আমেরিকা আনবে বলেও জানিয়ে দেন ট্রাম্প৷
2/ 5
▪️আমাদের হাতে রয়েছে ৩টি ভ্যাকসিন যা একেবারে ট্রায়ালের শেষ ধাপে রয়েছে৷ আমরা আগে থেকেই তার উৎপাদন শুরু করেছি৷ যাতে অনেক মাত্রায় তা সবার কাছে পৌঁছে দেওয়া যায়৷ এই বছরই আসবে সুরক্ষিত টিকা৷ দলের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন ট্রাম্প৷
3/ 5
▪️সামনেই মার্কিন মুলুকে নির্বাচন৷ তার জন্য চলছে জোর লড়াই৷ ফের একবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন ট্রাম্প৷ তবে যেভাবে দেশের জন্য করোনা মোকাবিলা করেছেন ট্রাম্প, তাতে অখুশী দেশবাসী৷ এমনকী বিশ্ব দরবারেও সমালোচিত হয়েছেন৷
4/ 5
▪️এবার সেই ক্ষতে মলম লাগাতেই ট্রাম্পের এই দাওয়াই বলে মনে করছেন সকলে৷ তিনি নিজে এবার করোনার ভ্যাকসিনের কথা বলছেন এবং ,সেই টিকা সব মানুষের জন্য এমনই বক্তব্য রাখছেন ট্রাম্প৷
5/ 5
▪️ইতিমধ্যেই আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের জন্য মোদির সঙ্গে ভিডিও প্রকাশ করেছেন৷ নিজের দেশের ভারতীয় অভিবাসীদের মধ্যে মোদির জনপ্রিয়তাকে কাজে লাগাতেই এই চাল ট্রাম্পের৷ মনে করছেন বিশেষজ্ঞরা৷
এ বছরের শেষে করোনার প্রথম ভ্যাকসিন আমেরিকাই আনবে! সকলে মিলে হব ভাইরাস মুক্ত, ঘোষণা ট্রাম্পের
▪️করোনার প্রথম ভ্যাকসিন আমেরিকাই আনবে৷ যা হবে নিরাপদ ও কার্যকর৷ ঘোষণা করে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ এবং এ বছরের শেষেই এই ভ্যাকসিন সকলের জন্য আমেরিকা আনবে বলেও জানিয়ে দেন ট্রাম্প৷
এ বছরের শেষে করোনার প্রথম ভ্যাকসিন আমেরিকাই আনবে! সকলে মিলে হব ভাইরাস মুক্ত, ঘোষণা ট্রাম্পের
▪️আমাদের হাতে রয়েছে ৩টি ভ্যাকসিন যা একেবারে ট্রায়ালের শেষ ধাপে রয়েছে৷ আমরা আগে থেকেই তার উৎপাদন শুরু করেছি৷ যাতে অনেক মাত্রায় তা সবার কাছে পৌঁছে দেওয়া যায়৷ এই বছরই আসবে সুরক্ষিত টিকা৷ দলের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন ট্রাম্প৷
এ বছরের শেষে করোনার প্রথম ভ্যাকসিন আমেরিকাই আনবে! সকলে মিলে হব ভাইরাস মুক্ত, ঘোষণা ট্রাম্পের
▪️সামনেই মার্কিন মুলুকে নির্বাচন৷ তার জন্য চলছে জোর লড়াই৷ ফের একবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন ট্রাম্প৷ তবে যেভাবে দেশের জন্য করোনা মোকাবিলা করেছেন ট্রাম্প, তাতে অখুশী দেশবাসী৷ এমনকী বিশ্ব দরবারেও সমালোচিত হয়েছেন৷
এ বছরের শেষে করোনার প্রথম ভ্যাকসিন আমেরিকাই আনবে! সকলে মিলে হব ভাইরাস মুক্ত, ঘোষণা ট্রাম্পের
▪️এবার সেই ক্ষতে মলম লাগাতেই ট্রাম্পের এই দাওয়াই বলে মনে করছেন সকলে৷ তিনি নিজে এবার করোনার ভ্যাকসিনের কথা বলছেন এবং ,সেই টিকা সব মানুষের জন্য এমনই বক্তব্য রাখছেন ট্রাম্প৷
এ বছরের শেষে করোনার প্রথম ভ্যাকসিন আমেরিকাই আনবে! সকলে মিলে হব ভাইরাস মুক্ত, ঘোষণা ট্রাম্পের
▪️ইতিমধ্যেই আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের জন্য মোদির সঙ্গে ভিডিও প্রকাশ করেছেন৷ নিজের দেশের ভারতীয় অভিবাসীদের মধ্যে মোদির জনপ্রিয়তাকে কাজে লাগাতেই এই চাল ট্রাম্পের৷ মনে করছেন বিশেষজ্ঞরা৷