1/ 5


যা আশঙ্কা ছিল ,তাই সত্যি হল ৷ করোনা পরিস্থিতির জেরে এবছরের মতো বাতিল হয়ে গেল অমরনাথ যাত্রা ৷ জম্মু কাশ্মীরের রাজভবনের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে অমরনাথ যাত্রা আয়োজন উচিত হবে না ৷ অত্যন্ত দুঃখের সঙ্গে এবছরের মতো এই যাত্রা রদ করার সিদ্ধান্ত নেওয়া হল ৷
2/ 5


তবে যাত্রা না হলেও শ্রাবণ মাসের সকাল ৭.৩০ থেকে ৮.২০ অবধি অমরনাথের আরতি হয়, এবার সেই আরতি লাইভ দেখানো হবে ৷
3/ 5


এর আগে দক্ষিণ কাশ্মীরে ৩,৮৮০ মিটার উঁচুতে অবস্থিত পবিত্র গুহাতে রোজ মাত্র ৫০০ পুণ্যার্থীকে অমরনাথ দর্শন করতে দেওয়ার কথা ভেবেছিল প্রশাসন ৷ একইসঙ্গে করোনা মহামারীর কারণে ৪২ দিনের যাত্রা কাটছাঁট করে ১৫ দিনে শেষ করে দেওয়ায় সিদ্ধান্তও নেওয়া হয়েছিল ৷
4/ 5


২ টি রাস্তা দিয়ে অনন্তনাগ থেকে পহেলগাঁও এবং গন্দেরবলের বালতাল থেকে এই যাত্রার বিষয়টি আয়োজন করা হয় ৷