Unlock 3| জিম-যোগব্যায়াম সেন্টার খুলছে? আনলক-৩ নিয়ে সব প্রশ্ন ও উত্তর
লকডাউন কি বাড়ল? হ্যাঁ, লকডাউন ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ান হল শুধুমাত্র কন্টেইনমেন্ট জোনে৷ নতুন গাইডলাইনে কী পরিবর্তন করা হয়েছে? নাইট কারফিউ তুলে দেওয়া হয়েছে৷ বন্দে ভারত মিশনের আওতায় আন্তর্জাতিক বিমানের যাত্রীরা যাতায়াত করতে পারবেন৷


বুধবার রাতেই আনলক ৩-এর গাইডলাইন ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ জানিয়েছে, কন্টেইনমেন্ট জোনের বাইরে কী কী খুলছে এবং কী কী বন্ধই থাকছে৷ স্কুল, কলেজ, মেট্রো রেল, সিনেমা হল আনলক-৩ এও বন্ধই থাকছে ৩১ অগাস্ট পর্যন্ত৷ একই সঙ্গে বন্ধ থাকছে রাজনৈতিক ও ধর্মীয় জমায়েত৷ পয়লা অগাস্ট থেকে এই নয়া গাইডলাইন লাগু হচ্ছে৷


করোনা ভাইরাসের জেরে গত মার্চে লকডাউন ঘোষণার পর থেকে বন্ধই ছিল জিম ও যোগব্যায়াম সেন্টার৷ এই প্রথম আনলক-৩ এ ৫ অগাস্ট থেকে খুলছে জিম ও যোগব্যায়াম সেন্টারগুলি৷ তবে মানতে হবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের স্বাস্থ্যবিধি৷


লকডাউন কি বাড়ল? হ্যাঁ, লকডাউন ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ান হল শুধুমাত্র কন্টেইনমেন্ট জোনে৷ নতুন গাইডলাইনে কী পরিবর্তন করা হয়েছে? নাইট কারফিউ তুলে দেওয়া হয়েছে৷ বন্দে ভারত মিশনের আওতায় আন্তর্জাতিক বিমানের যাত্রীরা যাতায়াত করতে পারবেন৷


জিম কি পুরোপুরি খুলছে? হ্যাঁ, যোগব্যায়াম সেন্টার ও জিম ৫ অগাস্ট থেকে পুরোপুরি খুলে যাচ্ছে৷ তবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের স্বাস্থ্যবিধি মানতে হবে৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করা যাবে? সামাজিক দূরত্ব মেনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করা যাবে৷


স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কি খুলছে? না৷ ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধই থাকবে স্কুল, কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান৷ আমি কি কাজে যেতে পারব? কন্টেইনমেন্ট জোনের বাইরে থাকা বেসরকারি অফিস চালানো যাবে৷


অত্যাবশ্যক নয়, এমন পণ্যের দোকান কি খোলা থাকবে? হ্যাঁ, আনলক ৩-এর গাইডলাইন মেনে খোলা থাকবে৷ মন্দির বা অন্যান্য ধর্মীয় স্থানে যাওয়া যাবে? হ্যাঁ, ধর্মীয় স্থান খোলা থাকবে৷ শিশুরা পার্কে খেলতে পারবে? কেন্দ্র জানিয়েছে, ১০ বছরের নীচে বয়সের শিশু ও ৬৫ বছর বা তার ঊর্ধ্বে বয়সের ব্যক্তিরা বেশির ভাগ সময় ঘরেই থাকবেন৷