

জনপ্রিয় টেলি ধারাবাহিক ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’-র সেটের তিন অভিনেতার করোনা ভাইরাস রিপোর্ট সম্প্রতি পজিটিভ এসেছে৷ সম্প্রতি সেই সংখ্যাটা বেড়ে ৭ হয়ে গেছে৷ তিন অভিনেতা ছাড়াও ৪ জন ক্রু মেম্বারও এই মুহূর্তে করোনা পজিটিভ৷ সেটেই হঠাৎ করে সকলে মিলে গণেশ পুজো করার সিদ্ধান্ত হয়৷ শনিবারের এই পুজোর আগে সচিন ত্যাগি করোনা পজিটিভ ছিলেন৷ এরপর স্বাতী চিতনিস ও সমীর ওঙ্কারও করোনা পজিটিভ হন৷ এই তিনজনেরই শরীরে কোনও লক্ষণ ছিল না৷ Photo- Collected


এই সিরিয়ালের প্রযোজক এবং নির্দেশক রাজান শাহি স্বাতী-সচিন ও সমীরের শারীরিক অবস্থার কথা জানিয়ে বিবৃতি জারি করেছেন৷ তাঁরা জানিয়েছেন তিনজনেই এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে আছেন এবং স্যানেটাইজ করা হয়েছে৷ Photo- Collected


এই মুহূর্তে শ্যুটিং বন্ধ রয়েছে৷ আগামী শুক্রবার থেকে ফের সব নিয়মবিধি মেনে শ্যুটিং চালু হবে৷ যেই ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায় -র সেটে করোনা থাবা বসিয়েছে৷ সঙ্গে সঙ্গেই শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়৷ পাশাপাশি সকলের স্যাম্পেল সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়েছে৷Photo- Collected


নির্দেশিকা মেনে বৃহস্পতিবার অবধি শ্যুটিং বন্ধ রাখা হয়েছে৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সূত্র জানিয়েছে , ফের শুক্রবার থেকে নতুন শ্যুটিং চালু হবে৷ Photo- Collected


দীর্ঘ সময় ধরে চলা এই জনপ্রিয় সিরিয়ালের মূল চরিত্রে অভিনয় করেন মহসিন খান, শিবাঙ্গি জোশী৷ তাঁদের অনস্ক্রিন চরিত্রের নাম যথাক্রমে কার্তিক গোয়েঙ্কা ও নাইরা গোয়েঙ্কা৷ সম্প্রতি এই সিরিয়ালটির গল্প বেশ টানটান উত্তেজনাকর জায়গায় ছিল৷Photo- Collected


যেখানে মণীশ গোয়েঙ্কা নামের চরিত্রটি আস্তে আস্তে স্মৃতি হারিয়ে ফেলছিল৷ একটি অ্যাক্সিডেন্টের জেরেই এই সব হচ্ছিল৷ নিজের জীবনের বহু বছর পিছনে ফিরে গিয়ে তিনি ফের শিশু হয়ে গিয়েছিলেন৷ আর পরিবারের সঙ্গে সেই শিশুদের মতোই ব্যবহার করছিলেন৷ Photo- Collected