

করোনা ভাইরাস সংক্রমণ দেশে বেড়েই চলেছে৷ তার সঙ্গে বিভিন্ন রাজ্যেও একইভাবে বেড়েই চলেছে সংক্রমণের ঘটনা৷ সেই তালিকায় একদম সামনের সারিতেই রয়েছে উত্তরপ্রদেশও৷ দেশে এখনও আনলক ২.০ চলছে৷ এ দিকে তাজমহল সহ একাধিক ঐতিহাসিক স্মারক এখন খোলার জন্য চূড়ান্ত তৎপরতা প্রশাসনিক মহলে৷ Photo- File


আগ্রার জেলাধিকারী প্রভু এন সিংহ নিউজ ১৮ -কে জানিয়েছে পুরাত্ত্বত বিভাগের সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে৷ আগ্রা ফোর্ট ও তাজমহল খোলার দিকে দুটি ধাপ এগিয়ে গিয়েছে৷ প্রশাসনিক মহল থেকে জানানো হয়েছে, খুব দ্রুতই তাজমহল ও আগ্রা ফোর্ট খোলার জন্য সরকারিভাবে তারিখ ঘোষণা হবে৷Photo- File


সিংহ জানিয়েছে তাজনগরীতে চারমাস ধরে সাধারণ জনজীবন সম্পূর্ণরূপে বিপর্যস্ত৷ বন্ধ রয়েছে জিম, রেস্তোঁরাও৷ সোমবার কোভিড সমীক্ষার বৈঠকের পর এই সব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে৷ রাত ১০ টা অবধি খাবার খাওয়ার জন্য রেস্তোঁরাগুলি খোলা থাকবে৷ পাশাপাশি সমস্ত পার্কও সারাদিন খোলা থাকবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷Photo- File


করোনা যোদ্ধাদের দারুণ তৎপরতায় লাগাতার কর্মদক্ষতায় করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রিত আগ্রায়৷ তাই এ বার স্মারকগুলি খোলা প্রয়োজন বলছেন প্রশাসনিক কর্তারা৷ Photo- File


আগ্রায় ১৭ মার্চ তাজমহল বন্ধ হয়ে যায়৷ জনতা কার্ফু -র দিন কয়েক আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগ্রার সমস্ত ঐতিহাসিক স্মারক বন্ধ করে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশসান৷ এই প্রথম প্রায় পাঁচ মাস বন্ধ থাকল তাজমহল, আগ্রা ফোর্ট৷ ৩৭২ বছরে তাজমহল প্রথম আড়াই মাসের বেশি সময় বন্ধ রাখা হল৷ কেন্দ্র সরকার এই মাসের শুরুতেই আনলক ২ -র নির্দেশিকাতেই জানিয়েছিল এবার নিয়ম মেনে খোলা যাবে পার্ক, স্মৃতিসৌধ, জিম ও রেস্তোঁরা৷ তবে এইগুলি কবে,কখন খোলা হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজ্য সরকার৷ এবার সেই পথেই হেঁটে নিজের রাজ্যের সব ঐতিহাসিক সৌধ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন যোগী আদিত্যনাথ৷ Photo- File