1/ 6


আর কিছুক্ষণেই হাওড়া থেকে রওনা হতে চলেছে দিল্লিগামী বিশেষ ট্রেন। পাশাপাশি আজমের, কেরলের এর্নাকুলমের পর, এ বার তামিলনাড়ুর ভেলোরে আটকে থাকা রাজ্যবাসীদের নিয়ে বিশেষ ট্রেন ঢুকছে রাজ্যে। সব মিলিয়ে যুদ্ধকালীন তৎপরতা দেখা যাচ্ছে হাওড়া স্টেশনে।
5/ 6


ট্রেনে হাওড়া জেলার যাত্রী সবচেয়ে বেশি। অন্তত ৪০০ জন ফিরছেন সেখানকারই। তারপর পশ্চিম বর্ধমানের রয়েছেন ৩২৬ জন।