

বস্তিতে স্বস্তি, আবাসনে চিন্তা। করোনা সংক্রমণে এটাই এখন কলকাতার ছবি। শহরের কন্টেইনমেন্ট জোন বেড়ে ২৮ থেকে ৩১ হয়েছে। তার মধ্যে ১৫টি হল আবাসন। তা হলে কি আবাসনগুলিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি? পরিস্থিতির দিকে নজর রাখছে পুরসভা। Representational Image


কলকাতায় বাড়ছে করোনা সংক্রমণ। বাড়ছে কন্টেইনমেন্ট জোন। তবে কোনও ঘিঞ্জি বস্তি নয়, শহরে চিন্তা বাড়াচ্ছে আবাসনগুলি! Representational Image


সংক্রমণ নিয়ে আগে মাথাব্যথার কারণ বস্তি হলেও এখন সেগুলিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেই তুলনায় এখন কলকাতার আবাসনগুলিতে বাড়ছে সংক্রমণ। দেখে নিন সেই তালিকা ৷ Image: Collected


আগে কলকাতায় কন্টেইনমেন্ট জোন ছিল ২৮। এখন তা বেড়ে হয়েছে ৩১। আর ৩১টি কন্টেইনমেন্ট জোনের মধ্যে ১৫টি আবাসন। বস্তি মাত্র ২টি, বেলেঘাটা জোড়া মন্দির ও সন্তোষপুর।


তা হলে কি আবাসনগুলিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি? পরিস্থিতির দিকে নজর রাখছে পুরসভা। কলকাতায় সব চেয়ে বেশি কন্টেইনমেন্ট জোন ৮ নম্বর বরোয়। যেখানে কনটেইনমেন্ট জোন ৮টি। আরও ওয়ার্ডের দিক থেকে বিচার করলে সর্বাধিক কন্টেইনমেন্ট জোন ৭৪ নম্বর ওয়ার্ডে। যেখানে একই ওয়ার্ডে রয়েছে চারটি কন্টেইনমেন্ট জোন। বিশেষজ্ঞদের মতে, এই অবস্থায় সচেতনতাই একমাত্র উপায়। কঠোর ভাবে মানতে হবে বিধিনিষেধ। Representational Image