এখানে খুঁজে পাওয়া ধ্বংসাবশেষ থেকে জানা গেছে, যে এটি খেন বংশের রাজাদের আমলে নির্মাণ করা হয়েছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ১৯৯৮ সালের রাজপাটে খননকার্য চালানোর সময় প্রচুর পাথরের মূর্তি, রুপোর মুদ্রা, টেরাকোটার বিভিন্ন সামগ্রী, লোহার চেন, লোহার বালা, তির এবং ঘুঙুর সহ নানান সামগ্রী আবিষ্কার করেন। গোসানিমারি গড় বা রাজপাটের ঠিকানা: Gosanimari, Kamtapur, West Bengal, 736145 (ছবি ও লেখা: সার্থক পন্ডিত)
এখানে প্রবেশের ক্ষেত্রে কোন বিশেষ মূল্য লাগে না। এছাড়া যেকোন যানবাহনের মাধ্যমেই এখানে পৌঁছানো সম্ভব। তবে এখানে বাইরে থেকে কোন খাওয়ার জিনিস নিয়ে প্রবেশ করা যায় না।
কোচবিহারের রাজ আমলের পুরাকীর্তি গুলির মধ্যে অন্যতম হল এই গোসানিমারি গড় বা রাজপাট। এখানে বাইরে থেকেও প্রচুর পর্যটক আসেন জায়গাটিকে দেখতে। বর্তমানে এটি সম্পূর্ণ সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ এর দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। (ছবি ও লেখা: সার্থক পন্ডিত)