PAN আর আধারের লিঙ্ক করিয়ে ফেলতে হবে শীঘ্রই। শেষ তারিখ আগামী ৩১ মার্চ। কিন্তু একেবারে শেষ দিন অনলাইন হয়ে লিঙ্ক করতে চাওয়া খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। কারণ ফর্ম পূরণ করার পর অন্তত কিছুদিন সময় লাগতে পারে, ওয়েবসাইটে তা আপলোড হতে। ৩১ মার্চের সময়সীমা পেরিয়ে গেলে PAN নিষ্ক্রিয় হয়ে যাবে বলেই জানিয়েছে কেন্দ্র। যে কোনও নাগরিক, যাঁদের PAN ও আধার রয়েছে তাঁদের ক্ষেত্রে নির্ধারিত তারিখের আগে তা সংযুক্ত করা বাধ্যতামূলক। ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সংযুক্তি করা যেত বিনামূল্যে। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সংযুক্তি করতে ১০০০ টাকা ফি দিতে হচ্ছে।
লিঙ্ক করার পদ্ধতি:
যে কোনও নাগরিক ই-ফাইলিং পোর্টাল www.incometax.gov.in-এ গিয়ে লগ-ইন করে বা না করে এই লিঙ্ক করতে পারেন।
১. যে কেউ ই-ফাইলিং হোম পেজ থেকে আধার ও PAN লিঙ্ক করাতে পারে।
২. আবার চাইলে লগ-ইন করেও করতে পারেন। সেক্ষেত্রে www.incometax.gov.in > login > On Dashboard এ যেতে হবে। Profile-এ গিয়ে Link Aadhaar to PAN এই অপশনে গিয়ে Link Aadhaar-এ ক্লিক করতে হবে।
ফি দেওয়ার পদ্ধতি:
ই-ফাইলিং পোর্টালে গিয়ে পে-ট্যাক্স ফাংশানালিটির মাধ্যমে ফি দিতে হবে। কারও যদি পে-ট্যাক্স এর অনুমোদিত অ্যাকাউন্ট থাকে তাহলে,
প্রথমে, ই-ফাইলিং পোর্টালের হোম পেজে গিয়ে Quick Link-এ গিয়ে Link Aadhar-এ যেতে হবে।
তারপর নিজের PAN ও আধার নম্বর লিখতে হবে।
এবার ই-পে ট্যাক্স এর মাধ্যমে টাকা দেওয়ার জন্য Continue to pay-তে ক্লিক করতে হবে।
OTP পাওয়ার জন্য নিজের PAN ও রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে।
যদি কারও অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক, কারুর বৈশ্য ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তিনি ই-পে ট্যাক্স ব্যবহার করতে পারবেন।