NCPI সম্প্রতি BHIM অ্যাপে লেটেস্ট ভার্সান ওয়ান টাইম ম্যান্ডেট ফিচার জুড়ে দিয়েছে ৷ এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাদের পেমেন্টস অন্য কোনও ডেটে সিডিউল করতে পারবেন ৷ আপনি যদি মাসের ১৫ তারিখ আপনার বাড়ির ভাড়া দিতে চান তাহলে আপনি আগে থেকে সিডিউল করতে পারবেন ৷ আপনি টাকা সিডিইল করলে টাকা আপনার অ্যাকাউন্টে থাকবেই কিন্তু ওই ডেট পর্যন্ত সেটি ব্লক থাকবে ৷ যেটা সবথেকে ভালো বিষয় সিডিইল করলেও ওই টাকার ইন্টরেস্ট আপনি পাবেন ৷
এছাড়া ভীমে অ্যাপে রেজিষ্ট্রেশনের প্রক্রিয়া শেষ করতে হবে ৷ একবার সিম কার্ড ও স্মার্টফোন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে গেলে আপনি ভীম অ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন ৷ যদি ইন্টারনেট থাকে তাহলে UPI লেনদেন করতে হবে আর ইন্টারনেট না থাকলে USSD মোবাইল ব্যাঙ্কিংয়ের অপশন সিলেক্ট করতে পারবেন ৷
এর জন্য *99# ডায়েল করতে হবে ৷ এরপর আপনার ফোনে একটি ওয়েলকম স্ক্রিন আসবে ৷ তাতে ৭টি অপশন দেওয়া থাকবে ৷ Send money, Request money, Check balance, My profile, Pending requests, Transactions ও UPI PIN ৷ Send money সিলেক্ট করার পর মোবাইল নম্বর, পেমেন্ট অ্যাড্রেস, IFSC কোড ও অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করা যেতে পারে ৷ অনেক সময় ইন্টারনেট কাজ না করলে ভীম অ্যাপের এই ফিচার সমস্যার সমাধান করে দেয় সহজেই ৷