রোজ মাত্র ৯টাকা, মেয়াদ শেষে হাতে গরম ৪ লক্ষ ৫৬ হাজার! LIC-র একটি প্ল্যান...
Bangla Editor
1/ 6
দেশের সবচেয়ে বিমা সংস্থা বলে কথা! LIC-র একগুচ্ছ প্ল্যান৷ বিভিন্ন মেয়াদ ও প্রিমিয়ামে৷ বয়স অনুযায়ী সঠিক প্ল্যান বাছলেই ভবিষ্যত্ সুরক্ষিত৷ একইসঙ্গে এলআইসি-তে করও বাঁচে৷ আরও একটি ফায়দা হল, রিস্ক কভার পলিসির পরেও পলিসি চলতে থাকে৷
2/ 6
যদি পলিসি গ্রাহকের মৃত্যু হয়ে যায় পলিসি চলাকালীন বা ম্যাচুরিটির শেষে, তাতেও মৃত্যু লাভ মেলে৷ এমনই একটি পলিসি হল, এলআইসি-র জীবন আনন্দ৷ ১৮ বছর থেকে ৫০ বছর বয়স পর্যন্ত এই পলিসি কেনা যায়৷ তবে ন্যূনতম বয়স ১৮ বছর৷
3/ 6
এই পলিসিতে মিনিমাম সাম অ্যাসিওরড ১ লক্ষ টাকা৷ এরপর কোনও ঊর্ধ্বসীমা নেই৷ আপনি যত টাকা সাম অ্যাসিওরড চাইবেন, ততই নিতে পারেন৷
4/ 6
জীবন আনন্দ পলিসি-র মেয়াদ ১৫ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত৷ অনলাইনেও কিনতে পারবেন জীবন আনন্দ৷ ৩ বছর টানা চালানোর পর জীবন আনন্দ পলিসি থেকে আপনি লোন-ও নিতে পারেন৷
5/ 6
প্রিমিয়াম কত? এই পলিসির প্রিমিয়াম আপনি মাসিক, ত্রৈমাসিক, ৬ মাস বা একবছরে দিতে পারেন৷ ম্যাচুরিটি শেষে বোনাসও পাওয়া যায়৷
6/ 6
পলিসি চলাকালীন গ্রাহকের মৃত্যু হলে বিমার টাকা পাবেন নমিনি, যা মোট বিমা রাশির ১২৫ শতাংশ বেশি৷ এর সঙ্গে বোনাস ও ফাইনাল বোনাসও পাবেন৷ হিসেব বলছে, প্রতিদিন মাত্র ৯টাকা করে দিলেই মেয়াদ শেষে সাড়ে ৪ লক্ষ টাকা মিলবে এই বিমায়৷