টাকা নেই তো কী! Paytm-এ দেদার কেনাকাটা করুন, পরে মেটাবেন
এই পরিষেবায় আপনি ডিটিএইচ রিচার্জ করতে পারবেন৷ কাটতে পারবেন সিনেমার টিকিট, বেড়াতে যাওয়ার জন্য হোটেল বুকিংও করা যাবে৷ এই পরিষেবার জন্য আপনাকে অতিরিক্ত চার্জও গুনতে হবে না৷ কোনও ডকুমেন্ট লাগবে না৷ সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন৷ ফ্রি পরিষেবা৷


বাজারে যে সব মোবাইল ওয়ালেট রয়েছে, সেগুলির মধ্যে Paytm বেশ জনপ্রিয়৷ এ হেন Paytm এ বার শুরু করল পোস্ট পেড সার্ভিস৷ অর্থাত্ টাকা না-থাকলেও যে কোনও দিন, যে কোনও সময় আপনি কেনাকাটা করুন, পরের মাসে মিটিয়ে দেবেন৷


এই পরিষেবায় আপনি ডিটিএইচ রিচার্জ করতে পারবেন৷ কাটতে পারবেন সিনেমার টিকিট, বেড়াতে যাওয়ার জন্য হোটেল বুকিংও করা যাবে৷ এই পরিষেবার জন্য আপনাকে অতিরিক্ত চার্জও গুনতে হবে না৷ কোনও ডকুমেন্ট লাগবে না৷ সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন৷ ফ্রি পরিষেবা৷


Paytm পোস্টপেইড পরিষেবা পেতে গেল কী করতে হবে? Paytm অ্যাপ-এ গিয়ে পোস্টপেইড সেকশনে যেতে হবে৷ সেখানে আপনাকে আধার ডিটেল দিতে হবে৷


এই সেকশনেই আপনি খরচ করার লিমিট বা সীমা দেখতে পাবেন৷ গ্রাহকের লেনদেনের রেকর্ড দেখেই খরচের সীমা নির্ধারণ করা হবে৷


Paytm পোস্টপেইডে যা কিছু কিনবেন, সেই টাকা আগামী মাসের ১৫ তারিখের মধ্যেই মিটিয়ে দিতে হবে৷ নির্দিষ্ট তারিখের আগে Paytm গ্রাহককে অ্যালার্ট করবে৷ Paytm ওয়ালেট, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং থেকে কেনাকাটা করতে পারবেন৷