আপনি যদি এই স্কিমের বাইরে গিয়ে হীরে কিনতে যান, তবে, ৩০সেন্ট হীরের দাম পরবে ২৭,০০০ টাকা ৷ কিন্তু এসআইপি-র মারফত মাত্র ৯০০ টাকায় ১ সেন্ট হীরে পেতে পারেন ক্রেতা ৷ এই একইভাবে ৩০ সেন্ট হীরেও পেতে পারেন ক্রেতা ৷ তবে, এজন্য গ্রাহককে ৩০ দিন পর্যন্ত এসআইপি চালিয়ে যেতে হবে ৷ ১০০ সেন্ট হীরে চাইলে ১০০ মাস পর্যন্ত এসআইপি চালিয়ে যেতে হবে ৷
তবে, আপনি যখন ইচ্ছে হীরে বিক্রি করতে পারেন এবং কিনতে পারেন ৷ এই প্রসঙ্গে আইসিইএক্সের আধিকারিক বলেন, ক্রেতা যদি কয়েকমাস টাকা দেওয়ার পর আর টাকা জমা করতে না পারেন ৷ সেক্ষেত্রে তার হীরে ডিম্যাট অ্যাকাউন্টে রেখে দেওয়া হবে ৷ যখন চাইবেন গ্রাহক তখন সেই জমা হওয়া হীরে বিক্রি করতে দিতে পারেন আইসিইএক্সে ৷