এটিএম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর প্রভাব:
সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এটিএম-এর উপর এর কোনও প্রভাব পড়বে না। কিন্তু ব্যাঙ্কিং-এর বহু কাজেই PAN বাধ্যতামূলক। সেক্ষেত্রে সমস্যা হবে।
যেমন ১০ মে ২০২২ তারিখে জারি করা নির্দেশিকায় সেন্টার বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) জানিয়েছে বার্ষিক ২০ লক্ষ টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে অথবা কারেন্ট অ্যাকাউন্ট পরিচালনার সময় বা ক্যাশ ক্রেডট অ্যাকাউন্ট খুললে PAN বা আধার বাধ্যতামূলক। ২৬ মে ২০২২ তারিখ থেকে এই নিয়ম কার্যকর হয়ে গেছে।
শুধু তাই নয়, ব্যাঙ্কে PAN জমা না দিলে কোনও ভাবেই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টও খোলা যাবে না। সেই সঙ্গে ফিক্সড ডিপোজিটের সুদের উপরও প্রভাব পড়বে। সেক্ষেত্রে ২০ শতাংশ হারে TDS কাটা হতে পারে।