ফিক্সড ডিপোজিটের কথা উঠলে, সাধারণ মানুষ ব্যাঙ্কের বদলে পোস্ট অফিসকেই বেশি ভরসা করেন। এর পিছনে কাজ করে পুরনো বিশ্বাস। সেটা হল, পোস্ট অফিস ব্যাঙ্কের থেকে বেশি সুদ দেয়। আর বেশি সুদ মানে বেশি রিটার্ন। তাই মনে করা হয়, ব্যাঙ্কের থেকে পোস্ট অফিসে এফডি করা বেশি লাভজনক।