নতুন বছরেই বড় ধাক্কা, মাশুল বাড়াতে মোবাইল ফোন ব্যবহারের খরচ
Bangla Editor
1/ 6
নতুন বছরেই গ্রাহকদের বড়সড় ধাক্কা দিতে পারে মোবাইল ফোন সংস্থাগুলি৷ কারণ, কয়েক মাসের মধ্যেই মোবাইল ফোনের মাশুল (Tariff) ১০ থেকে ২০ শতাংশ বাড়াতে পারে৷ ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল মাশুল বৃদ্ধির পরিকল্পনা করছ৷
2/ 6
নিজের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতেই সংস্থাগুলি মাশুল বৃদ্ধির পরিকল্পনা করছে৷ ডিসেম্বর মাসের শেষদিকে বা নতুন বছরের শুরুতেই নতুন মাশুলের হার ঘোষণা করতে পারে দুই সংস্থা৷
3/ 6
দুই সংস্থা ২৫ শতাংশ মাশুল বৃদ্ধি করতে চাইছিল৷ কিন্তু একবারে এতখানি মাশুল বৃদ্ধি সম্ভব নয়৷ তাই ঠিক কী হারে মাশুল বৃদ্ধি করা সম্ভব, সে বিষয়েই চিন্তাভাবনা করছে দুই সংস্থা৷ ২০১৯ সালেই মাশুল বৃদ্ধি করেছিল ভোডাফোন এবং এয়ারটেল৷
4/ 6
ভোডাফোন আইডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্র টক্কর জানিয়েছেন, বর্তমান যে হারে মাশুল নেওয়া হচ্ছে, তাতে পরিষেবা চালিয়ে যাওয়া সম্ভব নয়৷ তাদের প্রতিযোগী সংস্থাগুলিও মাশুল বৃদ্ধি করবে বলেই নিশ্চিত সংস্থার ওই কর্তা৷
5/ 6
ঠিক কোন সময়টা মাশুল বৃদ্ধির জন্য সঠিক, তা বিচার বিবেচনা করে দেখছে মোবাইল সংস্থাগুলি৷ যেহেতু ভোডাফোনকে খুব শিগগিরই AGR-এর কিস্তি দেওয়া শুরু করতে হবে৷
6/ 6
বর্তমানে গ্রাহক পিছু ভোডাফোনের আয় হয় ১১৯ টাকা৷ আর এয়ারটেলের আয় হয় ১৬২ টাকা৷ এখন দেখার ঠিক কী হারে মাশুল বাড়ায় মোবাইল ফোন সংস্থাগুলি৷