

ভারতে আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমান পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি ৷ কিন্তু এর মধ্যেই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং সংযুক্ত আরব আমিরশাহির মতো বিভিন্ন দেশের সঙ্গে ‘এয়ার-বাবল’ চুক্তি অনুযায়ী ভারত থেকে বিমান পরিষেবা চলছে ৷ সেগুলি অবশ্য সবই ‘বন্দে ভারত মিশন’-এর অন্তর্গত ৷ বিভিন্ন বিদেশি বিমানও ভারতে আসছে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় রয়েছে যারা ৷ তবে এবার দিল্লি থেকে লন্ডনের সরাসরি বিমান পরিষেবা চালু করছে ভিস্তারা ৷ দেশের এক নম্বর ‘ফুল-সার্ভিস’ এয়ারলাইন্স আগামী ২৮ অগাস্ট থেকে এই ফ্লাইট শুরু করছে ভারত-ব্রিটেন ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় থেকেই ৷ File Photo


টাটা সন্স ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ মালিকানার ভিস্তারা এবার দিল্লি-লন্ডন-দিল্লি নন-স্টপ বিমান পরিষেবা চালু করছে ৷ আপাতত ২৮ অগাস্ট থেকে শুরু করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই পরিষেবা দেবে উড়ান সংস্থা ৷ File Photo


সোমবার, বুধবার এবং শুক্রবার সপ্তাহের এই তিন দিন দিল্লি থেকে লন্ডনের সরাসরি বিমান পরিষেবা চালু করছে ভিস্তারা ৷ ভারতীয় সময় রাত ২টো ১৫ মিনিট দিল্লি থেকে উড়বে এই বিমান ৷ লন্ডন পৌঁছবে সেখানকার স্থানীয় সময় সকাল ৬টা ৫৫ মিনিটে ৷ রিটার্ন ফ্লাইট লন্ডন থেকে বিকেল ৩টে ৩৫ মিনিট ৷ File Photo


ভিস্তারার কাছে ইতিমধ্যেই দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার চলে এসেছে ৷ এসেছে নতুন এয়ারবাস-৩২১ নিও বিমানও ৷ তাই এবার বিদেশের রুটে বিমান সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে ভিস্তারার ৷


লন্ডনের পাশাপাশি প্যারিস, ফ্র্যাঙ্কফার্ট-এর মতো ফ্রান্স এবং জার্মানির বিভিন্ন শহরেও বিমান পরিষেবা চালু করার চেষ্টা চালাচ্ছে ভিস্তারা ৷ দিল্লি-লন্ডন-দিল্লি রাউন্ড ট্রিপ ভাড়া ৫৪,৪৪৯ টাকা থেকে শুরু ৷ পাশাপাশি দুবাইয়ের ফ্লাইটের রাউন্ড ট্রিপ ভাড়া ভিস্তারার ১৭,৭৪৯ টাকা থেকে শুরু হচ্ছে ৷ File Photo