কেন্দ্রের মোদি সরকারের অন্যতম বড় প্রজেক্ট 'বন্দে ভারত'। দেশীয়ভাবে তৈরি বন্দে ভারত বুলেট ট্রেন নিয়ে দুর্দান্ত পরিকল্পনা করেছে ভারতীয় রেল। প্রাথমিক ভাবে পরিকল্পনা রয়েছে, ২৭টি রুটে শতাব্দী এবং জনশতাব্দী ট্রেনকে (INDIAN Railways) সরিয়ে তার জায়গায় চালানো হবে এই বিশেষ ট্রেন। সূত্রের খবর, এই ২৭টি রুটের মধ্যে রয়েছে হাওড়া-ভুবনেশ্বর, দিল্লি-লখনউ ও দিল্লি-অমৃতসর রুট। অর্থাৎ হাওড়া থেকেও ছুটবে এই ট্রেন (Vande Bharat Express from Howrah)।
বাঙালি পর্যটকদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন পুরী। এই রাজ্য থেকে এমনিতেই বছরে বহু মানুষ ওড়িশা যায়। সেক্ষেত্রে বিশেষ ট্রেন বলতে শতাব্দী এক্সপ্রেসের উপর নির্ভর করতে হত যাত্রীদের। কিন্তু এবার সেই জায়গা নিতে পারে বন্দে ভারত (Vande Bharat Express)। সূত্রের খবর হাওড়া-ভুবনেশ্বর রুট ছাড়াও দিল্লি-ভোপাল এবং দিল্লি-চন্ডিগড়ের মধ্যে চলা শতাব্দী এক্সপ্রেসগুলিকেও বদলে ফেলা হতে পারে বন্দে ভারত দিয়ে।
ভারতে বন্দে ভারত ট্রেনটি ট্রেন ১৮ নামেও পরিচিত। এটি একটি আধা উচ্চগতির ট্রেন। ট্রেনটি সর্বাধিক গতি ২০০ কিমি প্রতি ঘণ্টা হলেও, ভারতে এত উচ্চগতির ট্রেন চলার মতো লাইনের অভাব রয়েছে। তাই এই ট্রেনটি ১৩০ কিমি গতিতে ছোটে। সম্প্রতি, ২০২২ কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন, আগামী তিন বছরে আরও ৪০০টি বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করা হবে।
সূত্রের খবর, জন শতাব্দী ও শতাব্দীকে সরিয়ে ২৭টি রুটে তার জায়গায় আসতে চলেছে এই বন্দে ভারত ট্রেনটি। যদিও ২৭টি রুটে (Vande Bharat Express from Howrah) বন্দে ভারত ট্রেন চালানো হবে বা জন শতাব্দীকে সরিয়ে তার জায়গায় বন্দে ভারত ট্রেন চালানো হবে, এখনও এমন কোনও ঘোষণা সরকারিভাবে করেনি রেল। (Indian Railways)